বিলাবল ঠাট
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির ১০টি ঠাটের একটি। দক্ষিণ ভারতে এর মেল নাম শঙ্করাভরণ। ভারতীয় প্রাচীন সঙ্গীতপদ্ধতিতে ষড়্‌জ গ্রামের প্রথম মূর্ছনা- উত্তরমন্দ্রা থেকে উৎপত্তি হয়েছিল উত্তর ভারতের বিলাবল ঠাট এবং দক্ষিণ ভারতের শঙ্করাভরণ।

এই ঠাটের সবগুলো স্বর শুদ্ধ। এই স্বরগুলি হলো- স র গ ম প ধ ন র্স। এই রাগের অন্তর্গত রাগগুলোর বর্ণানুক্রমিক তালিকা দেওয়া হলো-
  1. আলাহিয়া বিলাবল
  2. আশা
  3. ইমন বিলাবল
  4. কুকুভ
  5. কুকুভ বিলাবল
  6. গৌড় মল্লার
  7. জলধর কেদার
  8. দেশকার
  9. দুর্গা
  10. দেবগিরি বিলাবল
  1. নট
  2. পটমঞ্জরী
  3. পাহাড়ি
  4. বিভাস
  5. বেহাগ
  6. ভিন্ন ষড়্‌জ
  7. মাড়
  8. মেবাড়া
  9. লচ্ছাশাখ
  10. শঙ্করা
  1. শঙ্করাঅরন
  2. শঙ্করাকরণ  
  3. শুদ্ধ বিলাবল
  4. সরফর্দা
  5. হংসধ্বনি
  6. হিম


     

 


তথ্যসূত্র: