বিলাবল ঠাট
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির
১০টি ঠাটের একটি। দক্ষিণ ভারতে এর মেল নাম শঙ্করাভরণ।
ভারতীয় প্রাচীন সঙ্গীতপদ্ধতিতে ষড়্জ গ্রামের প্রথম মূর্ছনা-
উত্তরমন্দ্রা
থেকে উৎপত্তি হয়েছিল উত্তর ভারতের বিলাবল ঠাট এবং দক্ষিণ
ভারতের শঙ্করাভরণ।
এই ঠাটের সবগুলো স্বর শুদ্ধ। এই স্বরগুলি হলো- স র গ ম প ধ ন র্স। এই রাগের অন্তর্গত রাগগুলোর বর্ণানুক্রমিক তালিকা দেওয়া হলো-