গৌড় মল্লার
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগ বিশেষ।

এই রাগের চলনের পার্থক্যের বিচারে দুটি ভাগে ভাগ করা হয়। এই বিচারে এই ভাগ দুটিকে ৩টি ঠাটের অন্তর্ভুক্ত করা হয়ে থাকে। ঠাটের বিচারে ভাগ ৩টিকে বলা হয়–
    খাম্বাজ ঠাটের গৌড় মল্লার
    কাফি ঠাটের গৌড় মল্লার
    বিলাবল ঠাটের গৌড় মল্লার

এর ভিতরে খেয়ালাঙ্গের গানে খাম্বাজ ঠাটের গৌড় মল্লার বেশি গাওয়া হয়। পক্ষান্তরে ধ্রুপদাঙ্গের গানে কাফি ঠাটের গৌড় মল্লার ব্যবহৃত হয়। বিলাবল ঠাটের গৌড় মল্লার অপ্রচলিত। খাম্বাজ ঠাটের গৌড় মল্লার প্রকৃতি শান্ত। আরোহণ ও অবরোহণের বিচারে এই রাগ দুই প্রকারের হতে পারে। যেমন–
কাফি ঠাটের গৌড় মল্লার
প্রকৃতি শান্ত। আরোহণ ও অবরোহণের বিচারে এই রাগ দুই প্রকারের হতে পারে। যেমন-

বিলাবল ঠাটের গৌড় মল্লার
এই রাগেটি অপ্রচলিত। বলা হয়ে থাকে, গৌড়, মল্লার ও বিলাবল রাগের মিশ্রণে এই রাগটি সৃষ্টি হয়েছে। পণ্ডিত ভাতখণ্ডের ক্রমিক পুস্তকমালিকা গ্রন্থের চতুর্থ খণ্ডে এই রাগের বন্দিশ পাওয়া যায়।


তথ্যসূত্র: