সরফর্দা
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
বিলাবল
ঠাটের অন্তর্গত রাগ বিশেষ।
আমির খসরু
(১২৫৩-৫৪- ১৩২৫ খ্রিষ্টাব্দ), বিলাবল ও গৌড় সারঙ্গ রাগের
সাথে পারশ্যের রাস্ত্ রাগের মিশ্রণ ঘটিয়ে এই রাগটি উদ্ভাবন করেছিলেন।
আরোহণ
:সরগম, পধনধ, নর্স
অবরোহণ
:র্সনধপ, মগ মর, স।
ঠাট:
বিলাবল
জাতি:
সম্পূর্ণ-সম্পূর্ণ (বক্র)
বাদীস্বর
:
ষড়্জ
সমবাদী
স্বর :
পঞ্চম
অঙ্গ
: পূর্বাঙ্গ।
সময়
: দিবা প্রথম প্রহর
তথ্যসূত্র:
- রাগ-দর্পণ। ফকীর উল্লাহ। [মুঘল ভারতের সঙ্গীতচিন্তা।
রাজেশ্বর মিত্র। লেখক সমবায় সমিতি। আষাঢ় ১৩৭১]
- রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার। প্রোগ্রেসিভ
পাবলিশার্স। ফেব্রুয়ারি ২০০৭