লচ্ছাশাখ
উত্তর
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
বিলাবল
ঠাটের একটি রাগ বিশেষ। রাগটি বিলাবল অঙ্গের। তবে দুই নিষাদের প্রয়োগ
লক্ষ্য করা যায়। এই রাগে ঝিঁঝটি এবং গৌড় মল্লার রাগের আভাষ পাওয়া যায়। এই কারণে এর
বিলাবল অঙ্গের সুর-প্রকৃতি সযত্নে রক্ষা করার প্রয়োজন পড়ে।
আরোহণ:
স র গ ম প ধ ন র্স।
অবরোহণ
: র্স ন ধ প ম গ র স।
ঠাট
:
বিলাবল।
জাতি
: সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর
: শুদ্ধ ধৈবত।
সমবাদী স্বর
: শুদ্ধ গান্ধার।
অঙ্গ
:
উত্তরাঙ্গ।
সময়
:
রাত্রি প্রথম প্রহর (প্রাতঃকাল)।
পকড় :
প, মগ, রপ, মগ, ধনর্স, নধ, প, মগ, মর স।
সূত্র :
হিন্দুস্থানী সঙ্গীত পদ্ধতি, দশম খণ্ড। বিষ্ণু নারায়ণ ভাতখণ্ডে। কার্তিক
১৩৯৮ বঙ্গাব্দ।