শঙ্করা-অরণ
সেনী মতে, এই রাগটি সৃষ্টি হয়েছে শঙ্করা, ইমন ও মালশ্রী রাগের সংমিশ্রণে। এই রাগে কড়ি মধ্যম ব্যবহৃত হয় কিন্তু ঋষভ বর্জিত হয়।
  
আরোহণ : স গ প ন ধ র্স
   অবরোহণ : র্স ন প, ন ধ প হ্ম গ স
   ঠাট : বিলাবল

   জাতি : ঔড়ব-ষাড়ব
   বাদী : গ
   সমবাদী : সমবাদী : ন
   সময় : রাত্রি দ্বিতীয় প্রহর
   পকড় : র্স, নপ, নধ, র্স নপ, গপ, গস

 

অন্য মতে শঙ্করা ও ইমনের মিশ্রণে এই রাগ উৎপন্ন হয়। এতে তীব্র মধ্যম ব্যবহার না করে কল্যাণ অঙ্গে পরিবেশন করা হয় এবং কখনো কখনো শুদ্ধ মধ্যম ব্যবহার করা হয়। 



সূত্র :
সঙ্গীত পরিচিত । উত্তরভাগ। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। হসন্তিকা প্রকাশিকা। ৫ই ভাদ্র '৮০। ২১ আগষ্ট '৭৩।