নাগনন্দিনী
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগ বিশেষ।
 দক্ষিণ ভারতের মেল সারণীর ৩০ সংখ্যক মেল। বেঙ্কটমখী'র মেল তালিকায় এর নাম সামন্ত এবং গোবিন্দাচার্যের মেলতালিকায় এর নাম নাগনন্দিনী।  স্বরবিন্যাস- স রি গু ম প ধু নু র্স। আকারমাত্রিক স্বরলিপি অনুসারে এই স্বরগুলো হলো- স র গ ম প ণ ন র্স

এই মেলের অন্তর্গত রাগ গুলো হলো-

রাগ নাম আরোহ অবরোহ
নির্মলাঙ্গী স র ম প ণ র্স র্স ন ণ ন পম গ র স
সামন্ত স র গ ম প ণ ন র্স র্স ন ণ ন প ম গ র স
নাগভাষিণী স গ র গ ম ণ ন র্স র্স ন  প ম র স
সিংহমেলসাবেরী স ম গ ম প ণ ন র্স র্স ন ণ ন প ম গ স
ললিতগন্ধর্ব স র গ ম প ণ ন র্স র্স ন প গ র স
হংসগন্ধর্ব স র গ  ম প র্স র্স ন প ম গ স
সোমভূপাল স র ম প ম ণ র্স র্স ণ ন প ম গ র স
ভানুক্রিয় স ম গ ম প ণ ন র্স র্স ন প ণ ন প ম র স

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে এটি বিলাবল ঠাটের রাগ বিশেষ।

আরোহণ: স র গ প ধ ন র্স
অবরোহণ: র্স ন ধ প ম গ র স
ঠাট: বিলাবল
জাতি: সম্পূর্ণ
বাদীস্বর: মধ্যম
সমবাদী স্বর ষড়্‌জ
অঙ্গ: উত্তরাঙ্গ
সময়: রাত্রি তৃতীয় প্রহর।


তথ্যসূত্র: