হংসধ্বনি
দক্ষিণ ভারতীয় রাগ। উত্তর ভারতীয় রাগ সঙ্গীতে এটি অত্যন্ত সুপরিচিত। উত্তরভারতীয় সঙ্গীতশাস্ত্রে এই রাগটি বিলাবল ঠাটের অন্তর্গত। এর সমপ্রকৃতির রাগ শঙ্করা । শঙ্করার সাথে এই রাগের বিশেষ পার্থক্য লক্ষ্য করা যায় ধৈবত ব্যবহারের বিচারে। এই রাগে ঋষভ দুর্বল।
আরোহণ: স গ প ন র্স।
অবরোহণ: র্স ন প গ র স।
ঠাট: বিলাবল
জাতি: ঔড়ব-ঔড়ব
বাদীস্বর: ষড়্‌জ।
সমবাদী স্বর: পঞ্চম।
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: রাত্রি প্রথম প্রহর।
পকড়:প গ রস ন রস।

তথ্যসূত্র: