ইমন বিলাবল
সমনাম: ইমনী বিলাবল।

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
বিলাবল  ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। ইমন ও বিলাবলের মিশ্রণে এই রাগের সৃষ্টি হয়েছে। এই কারণে একে ইমন বিলাবল বা ইমনী বিলাবল বলা হয়। এই রাগে উভয় মধ্যম ও নিষাদ এবং অবশিষ্ট শুদ্ধ স্বর ব্যবহৃত হয়। অনেকে কোমল নিষাদ ব্যবহার করেন না। এর প্রকৃতি গম্ভীর।

আরোহণ: স  র  গ  হ্ম  প  ধ  ন  র্স
অবরোহণ : র্স ন ধ প, ধণ, ধপ হ্মগ মগ রগ রস
ঠাট : বিলাবল
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : গ
সমবাদী স্বর : ধ
অঙ্গ :  পূর্বাঙ্গ।
সময় : দিবা প্রথম প্রহর।
পকড় : ধ নধ, ণধ, প, হ্মগমগ, রগ রস।


তথ্যসূত্র: