উত্তরমন্দ্রা
ভারতীয় সঙ্গীতশাস্ত্রে সপ্তস্বরের
ষড়্জ গ্রামের প্রথম
মূর্চ্ছনা। নারদ মতে এর নাম উত্তরবর্ণা। এই
মূর্ছনার কাঠামো হলো-
আরোহণ:
স র গ ম প ধ ন
অবরোহণ:
ন ধ প ম গ র স
এই মূর্ছনা থেকে সৃষ্টি
হয়েছে উত্তরভারতীয় ঠাট
বিলাবল ঠাট এবং দক্ষিণ ভারতী মেল
শংকরাভরণ্ (বেঙ্কটমখী
তালিকা) বা ধীরশঙ্করাভরণ্ (গোবিন্দাচার্য)।
মেল সংখ্যা ২৯।
এই মূর্চ্ছনা থেকে যে সকল রাগের উৎপন্ন হয়েছিল, সেগুলো হলো-
তথ্যসূত্র:
- সঙ্গীতমকরন্দঃ।
নারদ। সম্পাদনা ও ভাষান্তর: ডঃ প্রদীপকুমার ঘোষ। রিসার্চ ইনস্টিটিউট অব
ইন্ডিয়ান মিউকোলোজি। কলকাতা ৭০০০৫০। ১লা মার্চ, ১৯৮৮।
- সঙ্গীত-পারিজাত। অহোবল।
- সঙ্গীতশাস্ত্র । শ্রীইন্দু ভূষণ রায়। দ্বিতীয় সংস্করণ। ৩০শে আষাঢ়, ১৩৮৭।
- ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। বৈশাখ ১৩৭২।