মাণ্ড (মাংড়) মাড়

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে বিলাবল ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। উত্তর ভারতীয় লোকসুর অবলম্বনে সৃষ্ট মান্দ রাগের একটি স্বতন্ত্র রূপ বিশেষ।

প্রকৃতি চঞ্চল।  এর চলন বক্র। অবরোহণে ঋষভ দুর্বল ও বক্রভাবে ব্যবহৃত হয়। ঋষভ ছাড়াও এই রাগে ধৈবতও দুর্বলভাবে ব্যবহৃত হয়। অধিকাংশের মতে এর
বাদীস্বর : ষড়্‌জ ও সমবাদী স্বর : পঞ্চম। কিন্তু এছাড়াও আরো তিনটি মত পাওয়া যায়। যেমন-
                
বাদীস্বর : ষড়্‌জ ও সমবাদী স্বর : মধ্যম।
                
বাদীস্বর : মধ্যম ও সমবাদী স্বর : ষড়্‌জ।
                
বাদীস্বর : পঞ্চম ও সমবাদী স্বর : গান্ধার।

রাগকাঠামো

আরোহণ: স গ র ম গ প ম ধ প ন ধ র্স
অবরোহণ: র্স ধ ন প ধ ম প গ র গ ম স
ঠাট: বিলাবল
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
বাদীস্বর: ষড়্‌জ
সমবাদী স্বর: মধ্যম
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: সর্বকালিকা
পকড় : স, ন ধ, ম, প গ, ম স


তথ্যসূত্র: