ভাতখণ্ডেজি তাঁর হিন্দুস্থানী সঙ্গীত পদ্ধতিতে উল্লেখ করেছেন- এ রাগটি মাঁড় রাগের রূপভেদ। রাগটি রাজপুতনার প্রচলিত লোকসঙ্গীতের একটি। এই রাগের বিস্তার তার সপ্তকে খুব বেশি হয় না। গুজরাটের প্রান্তদেশে প্রচলিত আদি রাস (গরবা) গানে এই রাগের প্রচলন ছিল।
আরোহণ: স র গ ম প ধ ন র্স
অবরোহণ: র্সন ধ প ম গ র স
ঠাট: বিলাবল
জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর : ষড়্জ
সমবাদী স্বর : পঞ্চম
অঙ্গ: পূর্বাঙ্গ।
সময়: যে কোনো সময়
পকড় : ম. গরগ, স, রমপধ, মপ, মগরস। স গমপ, পধপধন, ধ, প, মম, ধ, পধপম, গম, গরস