সুরবিন্যাস
একাধিক সুরের সুসমন্বিত বিন্যাস
ঊর্ধ্বক্রমবাচকতা { | সুরবিন্যাস | সুর | স্বরবিন্যাস | স্বর | সাঙ্গীতিক স্কেল | সঙ্গীতোপযোগী ধ্বনি | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
ইংরেজি:

ব্যাখ্যা: স্বরের নানা ধরনের বিন্যাসে নানা ধরনের সুরের সৃষ্টি হয়। যখন কোনো বাদ্য যন্ত্রে সঙ্গীতের সুর উপস্থাপন করা হয়, তখন, তার ভিতরে থাকে সুরবিন্যাস। এক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র সুরের সুসমন্বয় ঘটানো হয়। ধরা যাক একটি গানের একটি অংশে রয়েছে 'মগ মর স'। এখানে তিনটি সুর রয়েছে- 'মগ' 'মর' ও স'। আবার সব মিলিয়ে 'মগ মর স' হয়ে উঠেছে সুরবিন্যাস।