আরোহণ
একাধিক স্বরের সুসমন্বয়ে সুর তৈরি হয়। কোনো স্কেলের আদ্যস্বরের দিক থেকে উপরের দিকের স্বর বিন্যাসকে বলা হয় আরোহণ।
ঊর্ধ্বক্রমবাচকতা { সুর | স্বরবিন্যাস | স্বর | সাঙ্গীতিক স্কেল | সঙ্গীতোপযোগী ধ্বনি | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
ইংরেজি:
descending scale or note
ব্যাখ্যা: স্কেলের আদ্যস্বরের দিক থেকে উপরের দিকের স্বর বিন্যাসের সূত্রে সুরের সৃষ্টি হয়, তাকে আরোহণ বলা হয়। যেমন- স র গ ম প ধ ন র্স।