ঠাট
সাঙ্গীতিক বিধি অনুসরণে ৭টি স্বর নিয়ে গঠিত সাঙ্গীতিক স্কেল।
ঊর্ধ্বক্রমবাচকতা { ঠাট | সুর | স্বর | সাঙ্গীতিক স্কেল | সঙ্গীতোপযোগী ধ্বনি | শ্রবণ যোগাযোগ | যোগাযোগ | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |}
ইংরেজি : ঠাট

ব্যাখ্যা: ভারতীয় সঙ্গীতে একে ঠাট বা মেল বলা হয়। ঠাট শব্দটি উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে ব্যবহার করা হয়। উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে ঠাটের সংখ্যা ১০টি। এই দশটি ঠাট হলো

 

রাগ: ঠাট-কাঠামোকে অবলম্বন করে স্বরের নানারূপ বিন্যাসের ভিতর দিয়ে যখন পৃথকভাবে শনাক্ত করা যায় এমন সুরবিন্যাস।