কালিন্দী
ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটি
অন্তরভাষা
রাগ
বিশেষ। কলিঙ্গ দেশের রাগ হিসেবে একে দেশাখ্য রাগ নামে অভিহিত করা হয়েছে।
খ্রিষ্টীয় চতুর্থ পঞ্চম শতাব্দীর
সঙ্গীতজ্ঞ যাষ্টিকের
মতে এই রাগটি ছিল
ভিন্নষড়্জ
গ্রামরাগের
অন্তরভাষা
রাগ। খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে [পৃষ্ঠা: ২২৯]
এই রাগের যে পরিচয় দেওয়া হয়েছে, তাহলো- নিষাদের প্রয়োগ দুর্বল। এই কারণে এই রাগে
চতুঃস্বরা বলা হয়েছে।
গ্রাম:
ষড়্জ গ্রাম
গ্রামরাগ:
ভিন্নষড়্জ
রাগ প্রকৃতি:
অন্তরভাষা
জাতি:
ঔড়ব-ঔড়ব (পঞ্চম ও ঋষভ বর্জিত)
অংশস্বর:
গান্ধার
ন্যাস স্বর:
ধৈবত
বৃহদ্দেশী থেকে এর আক্ষিপ্তিকা তুলে ধরা হলো-
তথ্যসূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। সংস্কৃত পুস্তক ভাণ্ডার।
১৯৯২।