প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
বিশেষ।
খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে
একে বেগস্বরা বা
বেসরা গীত
হিসেবে উল্লেখ করা হয়েছে। আবার এই রাগে দ্রুত প্রকৃতির অলঙ্কার ব্যবহার করা হতো বলে- একে বেগস্বরা বা
বেসরা গীতর
অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই রাগে গান্ধার ও নিষাদের অল্পত্ব পরিলক্ষিত হয়।
সৌবীর রাগের পরিচিত
গ্রাম:
ষড়্জ গ্রাম
রাগ প্রকৃতি:
গ্রামরাগ,
বেসরা
উৎস: ষড়্জমধ্যম
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
অংশস্বর:
ষড়্জ
গ্রহস্বর: ষড়্জ
ন্যাস স্বর: ষড়্জ
তাল:
চচ্চৎপুট তাল
মার্গ: চিত্র, বার্তিক ও দক্ষিণ
রস:
শান্ত।
সঙ্গীতরত্নাকরে এর যে আক্ষিপ্তিকা দেওয়া হয়েছে তা হলো-