সৌবীর
প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে গ্রামরাগ বিশেষ।  খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী যাষ্টিকের উদ্ধৃতিতে বলা হয়েছে- এই গ্রামরাগের অধীনে ৪টি ভাষারগের উল্লেখ করা হয়েছে। এগুলো হলো- সৌবীরী, বেগমধ্যমা, সাধারিতাগান্ধারী। [পৃষ্ঠা: ১৯৩।

সৌবীর গ্রামরাগের পরিচিতি
গ্রাম: ষড়্‌জ গ্রাম
রাগজাতি: ষড়্‌জমধ্যমা
রাগ প্রকৃতি:  গ্রামরাগ
গীত-প্রকৃতি: রাগগীতি
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ [কাকলী নিষাদ ব্যবহৃত হয়। গান্ধার ও নিষাদ]
অংশস্বর: ষড়্‌জ
গ্রহস্বর: ষড়্‌জ
ন্যাস স্বর: ষড়্‌জ
অলঙ্কার: প্রসন্নাদি বর্ণালঙ্কার
তাল: চচ্চৎপুট তাল
মার্গ: চিত্র, বার্তিক ও দক্ষিণ
রস: শুদ্ধবীর, বীর ও অদ্ভুত।
সঙ্গীতরত্নকার থেকে এর আক্ষিপ্তিকা দেওয়া হলো-



তথ্যসূত্র: