গ্রাম: ষড়্জগ্রামএর ব্যবহার ছিল ধ্রুবাগানে। নাটকের দ্বিতীয় প্রেক্ষণে সর্বপ্রকার রসে এর প্রয়োগ ছিল। তাল হিসেবে ব্যবহৃত হত পঞ্চপাণি। এই গান এককল চিত্রামার্গে প্রয়োগ হবে মাগধীগীতি, দ্বিকলে বার্তিক মার্গে সম্ভাবিতা গীতি এবং চতুষ্কলে দক্ষিণামার্গে পৃথুলা গীতিতে ব্যবহৃত হতো।
জাতি প্রকৃতি: বিকৃত (ষড়জগ্রামের ষাড়্জী ও মধ্যম গ্রামের মধ্যমার সংমিশ্রণে সৃষ্ট )
স্বরজাতি:
- সম্পূর্ণ: সকল স্বর ব্যবহৃত হবে। তবে নিষাদ এবং গান্ধারের অল্পত্ব হবে।
- ষাড়ব: নিষাদ বর্জিত। তবে গান্ধার প্রবল হবে।
- ঔড়ব: নিষাদ ও গান্ধার
অংশস্বর: সাতটি স্বরই অংশস্বর
গ্রহস্বর: সাতটি স্বরই গ্রহস্বর
ন্যাস স্বর: ষড়্জ এবং মধ্যম
অপন্যাস: সাতটি স্বরই অপন্যাস
রস: শৃঙ্গার ও হাস্য
সঙ্গীতরত্নাকরে দেওয়া এই রাগের প্রস্তার দেওয়া হলো-