ষট্‌পিতাপুত্রক/পঞ্চপাণি
প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে তাল বিশেষ। নাট্যশাস্ত্রে এই তালকে পঞ্চপাণি নামেও অভিহিত করা হয়েছে। ষাড়্‌জী জাতিগানে এই তালের ব্যবহার ছিল।

এই তালটি চাচপুট বা ত্র্যশ্র তালের প্রকারভেদ। তালটি যথাক্ষর, দ্বিকল ও চতুষ্কল ভেদে তিনপ্রকার হয়। এই তালের বিশেষত্ব হলো- এর আদি ও অন্ত্যস্র প্লুত অর্থাৎ ৩ মাত্রা হয়।

অর্থাৎএর মান হবে- প্লুত-লঘু-গুরু-গুরু-লঘু-প্লুত। সঙ্গীতরত্নাকরের মতে এর শেষাংশ গুরু হলেও- এর ব্যবহার হতো প্লুত বা তিন মাত্রার মতো। মোট মাত্রার সংখ্যা ছিল ৪৮। 
তালের মাত্রা সঙ্কেত।

S'
=প্লুত, মাত্রা সংখ্যা ১২
I
=লঘু, মাত্রা সংখ্যা ৪
S=গুরু, মাত্রা সংখ্যা ৮
S'=প্লুত, মাত্রা সংখ্যা ১২

এর যথাক্ষর হবে- S'ISSIS'

মাত্রা সঙ্কেত S' I S S I S'
মাত্রামান ১২ ১২

এর দ্বিকল হবে-  
SSSS SS SS SS  SS
এর চতুষ্কল হবে- SSSS SSSS SSSS SSSS SSSS SSSS


তথ্যসূত্র: