অবরোহ
বানান্ বিশ্লেষণ: অ +ব্+অ+র্+ও+হ্+অ।
উচ্চারণ:  ɔ.bo.ro.ɦo
(অ.বো.রো.হো)
শব্দ-উৎস:
	সংস্কৃত  অবরোহ>
	বাংলা অবরোহ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অব-
√
	রুহ (উৎপন্ন হওয়া)
	+
	অ (ঘঞ্), 
	ভাববাচ্য
পদ:
		বিশেষ্য
		
	১. 
	ঊর্ধ্বক্রমবাচকতা
	{|স্বরবিন্যাস|
	স্বর |
	সাঙ্গীতিক স্কেল |
	সঙ্গীতোপযোগী ধ্বনি |
	শ্রবণ যোগাযোগ	|
	যোগাযোগ |
	বিমূর্তন | 
	বিমূর্ত সত্তা | 
	সত্তা|}
	
	
	অর্থ: 
১. সংগীত শাস্ত্রে স্বরসপ্তকের উচ্চ সুর থকে নিম্ন সুরে ক্রম অবতরণের ভাব।  	
২. সংগীত শাস্ত্রে স্বরসপ্তকের উচ্চ সুর থকে নিম্ন সুরে ক্রম অবতরণের ক্রিয়াত্মক 
রূপ এবং তার লিখন পদ্ধতি।   যেমন−র্স ন ধ প ম গ র স।
	সমার্থক শব্দাবলি:
	অওরো, অবরোহ, 
	অবরোহণ, 
	অবরোহী।
ইংরেজি:
descending 
	scale or note
২.
	ঊর্ধ্বক্রমবাচকতা 
{  | 
	সচলন | 
	পরিবর্তনশীল কর্ম | 
	নির্দিষ্ট কার্যকলাপ | 
	মনুষ্য কার্যকলাপ |
	কার্যক্রম |
	মনস্তাত্ত্বিক ঘটনা |
	বিমূর্তন|
	বিমূর্ত-সত | 
	সত্তা|} 
	
অর্থ: 
কোন উঁচু স্থান থেকে নামার কার্যক্রম।
সমার্থক শব্দাবলি:
	অওরো, 
	অবতর,
	অবতরণ 
	[সমার্থক শব্দ দেখুন : 
	অবতরণ]
ইংরেজি: descent।