অঞ্জনী-টোড়ি
ভিন্ন নাম: অঞ্জনী তোড়ি

ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত এক প্রকার রাগ বিশেষ। এটি একটি সঙ্কীর্ণ জাতীয় রাগ। এই রাগে উভয় গান্ধার, ধৈবত ও নিষাদ ব্যবহৃত হয়। পূর্বাঙ্গে জৌনপুরী ও দেশী মিশ্রিত এবং উত্তরাঙ্গে কাফি ও আসাবরী রাগের মিশ্ররূপ প্রকাশ পায়। রাগটির সংক্ষিপ্ত পরিচয় নিচে তুলে ধরা হলো―

আরোহণ: স র ম প ণ দ ন র্স
অবরোহণ: র্স ণ ধ প জ্ঞ র স
ঠাট: টোড়ি
জাতি: ষাড়ব (গান্ধার বর্জিত) -ষাড়ব (মধ্যম বর্জিত)
বাদীস্বর: পঞ্চম
সমবাদী স্বর: ষড়্‌জ
অঙ্গ: উত্তরাঙ্গ।
সময়: দিবা প্রথম প্রহর

স্বরবিস্তার:


সূত্র :