ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত এক প্রকার রাগ বিশেষ। এটি একটি সঙ্কীর্ণ জাতীয় রাগ। এই রাগে উভয় গান্ধার, ধৈবত ও নিষাদ ব্যবহৃত হয়। পূর্বাঙ্গে জৌনপুরী ও দেশী মিশ্রিত এবং উত্তরাঙ্গে কাফি ও আসাবরী রাগের মিশ্ররূপ প্রকাশ পায়।
রাগটির সংক্ষিপ্ত পরিচয় নিচে তুলে ধরা হলো―