১. সংস্কৃত ষট্ (ছয়) শব্দের অপভ্রংশ হলো খট।অঙ্গভেদে খট হতে পারে আশাবরী, ভৈরব, ভৈরবী ইত্যাদি। যেমন-এই রাগের উভয় ঋষভ ব্যবহারের ফলে ভৈরবীর ছায়া পাওয়া যায়, এক্ষেত্রে এই রাগটিকে ভৈরবী ঠাটের অন্তর্গত করা হয়। এই সকল অঙ্গের ভিতরে আশাবরী অঙ্গের খট সর্বাধিক প্রচলিত। এই পাঠে শুধু আশাবরী অঙ্গের খটের বর্ণনা দেওয়া হলো।
২. এই রাগের চলন খটমট (জটিল)। এই রাগের চলন বেশ জটিল এই কারণে এর নামকরণ করা হয়েছিল খট্।
এই রাগে নিবদ্ধ তানসেনের রচিত ধ্রুপদ
এই রাগের মূল কাঠামো তৈরি হয়েছে ছয়টি রাগের ছায়া অবলম্বনে। এই রাগগুলো হলো- জৌনপুরী, দেশী, দরবারী-কানাড়া , আড়ানা, সুঘরাই এবং সাহানা'র ছায়া পাওয়া যায়। তাই এই সকল রাগের প্রভাবমুক্ত হয়ে খটকে স্বতন্ত্র রাগ হিসেবে প্রতিষ্ঠিত করাটা বেশ দুরূহ হয়ে পড়ে।
আরোহণ: সরজ্ঞম সরজ্ঞম প, ণ দ ন র্স
অবরোহ : র্স ণ দ প, ম জ্ঞ রস
ঠাট: আশাবরী
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ।
বাদীস্বর: ধৈবত
সমবাদী স্বর: গান্ধার
অঙ্গ: উত্তরাঙ্গ।
সময়: দিবা দ্বিতীয় প্রহর।
প্রকৃতি: গম্ভীর এবং চলন বক্র
পকড় : রণ্স, জ্ঞমপ, জ্ঞমরস ।