সাহানা

উত্তর
ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কাফি ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এই রাগের প্রকৃতি শান্ত। জ্ঞমরস থাকাতে এই রাগে কানাড়ার ছায়া পাওয়া যায়। এই রাগে কখনো কখনো শুদ্ধ নিষাদ ব্যবহার করা হয়। এই রাগের শুদ্ধ ধৈবত একটি বিশেষ রূপ প্রকাশ করে।

    আরোহণ: ণ্ স র ম রস, জ্ঞমপধণ প, স

    অবরোহণ : র্স ণর্স, ধণপ, মপ, জ্ঞমরস

    ঠাট : কাফি
    জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ। কেউ কেউ আরোহণে ধৈবত বর্জন করে ষাড়ব-সম্পূর্ণ জাতি হিসেবে রাগ পরিবেশন করেন।

    বাদীস্বর : পঞ্চম

    সমবাদী স্বর : ষড়্‌জ

    অঙ্গ :  উত্তরাঙ্গ।

    সময় : রাত্রি তৃতীয় প্রহর।
    পকড় : রমরস, ধণপ, জ্ঞমরসা।


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। ২২ সেপ্টেম্বর ১৯৮৭।