শ্রবণ নমুনা

দরবারী-কানাড়া
উত্তর ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত শাবরী ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর অঙ্গ কানাড়া। কথিত আছে, মোগল সম্রাট আকবরের সভা গায়ক মিঞা তানসেন এই রাগটি সৃষ্টি করেছিলেন।

এই রাগের প্রকৃতি গম্ভীর। এই রাগের
অবরোহণে  ধৈবত বর্জিত, কিন্তু আরোহণে সকল স্বরই ব্যবহৃত হয়। আরোহণে বল এবং আরোহণে ও ধৈবত বক্রভাবে ব্যবহৃত হয়। মন্দ্র ও মধ্য সপ্তকে এই রাগের বিস্তার বেশি।

   আরোহণ : ণ্ স, র জ্ঞ, র  , দ,    র্স
  
অবরোহণ : র্স,  প,     প,  জ্ঞ 
   ঠাট
: শাবরী
   জাতি
: সম্পূর্ণ-ষাড়ব
  
বাদীস্বর :
  
সমবাদী স্বর :
  
অঙ্গ :  পূর্বাঙ্গ।
  
সময় : রাত্রি দ্বিতীয় প্রহর
  
পকড় : জ্ঞ, র র, স; দ্, ণ্ স, র স;


সূত্র :
সঙ্গীত শাস্ত্র। তৃতীয় খণ্ড। শ্রীইন্দু ভূষণ রায়।
সঙ্গীত পরিচিত (উত্তর ভাগ)। শ্রীনীলরতন বন্দ্যোপাধ্যায়। হসন্তিকা। ৪ঠা এপ্রিল। ১৯৭৯।