কৌশিকী কানাড়া
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে শাবরী ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এটি গম্ভীর প্রকৃতির রাগ। রাগাঙ্গের বিচারে এই রাগটি কানাড়া

    আরোহণ:  স জ্ঞ ম দ ণ র্স

    অবরোহণ : র্স ন দ ম, প, জ্ঞ, ম

    ঠাট : শাবরী

    জাতি : ঔড়ব-সম্পূর্ণ।

    বাদীস্বর : মধ্যম

    সমবাদী স্বর : ষড়্‌জ

    অঙ্গ :  পূর্বাঙ্গ।

    সময় : মধ্য রাত।
    পকড় : জ্ঞম দম, প, জ্ঞমরস।