সিন্ধু-ভৈরবী
উত্তর ভারতীয় সঙ্গীতশাস্ত্রে বর্ণিত আশাবরী ঠাটের অন্তর্গত একটি রাগের নাম। এই রাগে উভয় ঋষভ ব্যবহৃত হয়। এর বিস্তার মন্দ্র ও মধ্য সপ্তকে হয়ে থাকে।
 

 

আরোহণ:  সর জ্ঞম পদ ণ র্স
অবরোহণ : র্সণদপ মজ্ঞ রজ্ঞ ঋস
ঠাট : আশাবরী

জাতি :  সম্পূর্ণ-সম্পূর্ণ।

বাদীস্বর : কোমল ধৈবত
সমবাদী স্বর
:
অঙ্গ :  উত্তরাঙ্গ।

সময় : দিনের প্রথম প্রহর

পকড় : র্সণ, দপ, ধপ, রজ্ঞ মজ্ঞ, রজ্ঞ ঋস

 

তথ্যসূত্র:
মগনগীত ও তান মঞ্জরী, চতুর্থ খণ্ড। চিন্ময় লাহিড়ী। ১৩ ফেব্রুয়ারী, ১৯৮৬