বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
দিনের পরে দিন যে গেল
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
প্রেম : ২৬০
দিনের পরে দিন যে গেল আঁধার ঘরে,
তোমার আসনখানি দেখে মন যে কেমন করে॥
ওগো
বঁধু, ফুলের সাজি মঞ্জরীতে ভরল আজি
ব্যথার
হারে গাঁথব তারে, রাখব চরণ-'পরে॥
পায়ের ধ্বনি গণি গণি রাতের তারা জাগে,
উত্তরীয়ের হাওয়া এসে ফুলের বনে লাগে।
ফাগুনবেলার বুকের মাঝে
পথ-চাওয়া সুর কেঁদে বাজে
প্রাণের কথা ভাষা হারায়, চোখের
জলে ঝরে॥
-
ক. রচনাকাল ও স্থান:
বিশ্বভারতীর
রবীন্দ্র-ভবন আর্কাইভ-এ রক্ষিত ১১ সংখ্যক পাণ্ডলিপিতে (গীতবিতান, প্রহাসিনী,
স্ফুলিঙ্গ) এই গানটি রবীন্দ্রনাথের হস্তাক্ষরে পাওয়া যায়। এই পাণ্ডুলিপির এটি নবম
গান। পাণ্ডুলিপিতে গানটির স্থান ও সময়ের উল্লেখ নেই।
পাণ্ডুলিপিতে এর আগে
লিখিত গান 'কোন্ পুরাতন প্রাণের
টানে'-এর সাথে গানটির রচনাকাল লেখা
আছে ১৩ই শ্রাবণ ১৩৬৬। এরপর এই গানটিসহ মোট ৭টি গানের সাথে কোনো তারিখের উল্লেখ নেই।
পনের পাতায় একটি গানের খসড়া আছে।
এর প্রথম পংক্তি 'প্রতীক্ষা মোর আঁধার ঘরে একলা আছে'। এর স্থান ও রচনাকাল উল্লেখ
আছে 'কলিকাতা, আশ্বিন ১৩৩৬'। পাণ্ডুলিপির এই ক্রমবিন্যাস অনুসারে অনুমান করা যায়,
এই গানটি রবীন্দ্রনাথ রচনা করেছিলেন ১৩ শ্রাবণ থেকে আশ্বিন মাসের কোনো একদিনে। এই
সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৬৮ বৎসর ৪-৫ মাস।
১৩৩৬
বঙ্গাব্দের ৩ ভাদ্র
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর পূত্রবঁধু প্রতিমা ঠাকুরের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন।
চিঠিটির শেষে এই গানটির স্থায়ী ও অন্তরা অংশটুকু পাওয়া যায়। তবে
গানটির এই অংশটুকু কেটে দেওয়া হয়েছে। ওই পত্রে প্রাপ্ত গানের অংশ হলো-
দিনের পরে দিন যে গেল আঁধার ঘরে
তোমার আসনখানি দেখে মন যে কেমন করে।
ওগো
বঁধু, ফুলের সাজি
মঞ্জরীতে ভরল আজি
ব্যথার
হারে গাঁথব তারে, রাখব চরণ-'পরে॥
[সূত্র:
চিঠিপত্র ৩, পত্র ৫৯, মাঘ ১৪২০ বঙ্গাব্দ, বিশ্বভারতী, পৃষ্ঠা ১০৮]
- খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপি ও স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[
দিনেন্দ্রনাথ ঠাকুর
-কৃত
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
[স্বরলিপি]
- সুর ও তাল:
-
স্বরবিতান সপ্তপঞ্চাশত্তম
(৫৭, তপতী) খণ্ডের
(পৌষ ১৪১২ বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের
উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি
৩।৩
মাত্রা ছন্দে
দাদরা তালে নিবদ্ধ।
[দাদরা তালে নিবদ্ধ
রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
রাগ : মিশ্র বাউল ও কীর্তনাঙ্গ।
[রবীন্দ্রসঙ্গীতে
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান
।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৮]
-
কালাংড়া-বাউল-দাদরা।
[রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি
১৯৯৩)]।
[কালাংড়া-বাউল সুরে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
-
গ্রহস্বর: পর্সা।
-
লয়: মধ্য।