বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
বাজিবে, সখী, বাঁশি বাজিবে
পাঠ ও পাঠভেদ:
বাজিবে, সখী, বাঁশি বাজিবে-
হৃদয়রাজ হৃদে রাজিবে॥
বচন রাশি রাশি কোথা যে যাবে ভাসি,
অধরে লাজহাসি সাজিবে॥
নয়নে আঁখিজল করিবে ছলছল,
সুখবেদনা মনে বাজিবে।
মরমে মুরছিয়া মিলাতে চাবে হিয়া
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথ রাজা ও রানী নাটকের গানগুলো কবে লিখেছিলেন, তা জানা যায় না। তিনি নাটকের জন্যই গানটি রচনা করেছিলেন। এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল ২৫ শ্রাবণ ১২৯৬ বঙ্গাব্দ [শুক্রবার ৯ আগষ্ট ১৮৮৮ খ্রিষ্টাব্দ] । এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৮ বৎসর ৩ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, [রাজা ও রাণী (১২৯৬ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা : ৮৩] [নমুনা]
রবীন্দ্রনাথ রাজা ও রানী নাটকে এই গানটি প্রথম ব্যবহার করেছিলেন। এরপর তিনি ১৩৩৯ খ্রিষ্টাব্দে শাপমোচন গীতিআলেখ্য যুক্ত করেন।
স্বরবিতান অষ্টাবিংশ (২৮) খণ্ডে (আষাঢ় ১৪১৩) , গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।২।২ মাত্রা ছন্দে 'তেওরা' তালে নিবদ্ধ।
রাগ : সিন্ধু খাম্বাজ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৫]
গ্রহস্বর: মা
লয়: মধ্য