বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: বাজিবে, সখী, বাঁশি বাজিবে
পাঠ ও পাঠভেদ:

বাজিবে, সখী, বাঁশি বাজিবে-

    হৃদয়রাজ হৃদে রাজিবে

বচন রাশি রাশি  কোথা যে যাবে ভাসি,

    অধরে লাজহাসি সাজিবে

নয়নে আঁখিজল  করিবে ছলছল,

    সুখবেদনা মনে বাজিবে।

মরমে মুরছিয়া   মিলাতে চাবে হিয়া