বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: সখী,  ওই বুঝি বাঁশি বাজে
পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম : ১৪৪ 
	
সখী,      ওই 
বুঝি বাঁশি বাজে    বনমাঝে কি মনোমাঝে॥
                
বসন্তবায়    বহিছে কোথায়,
                    
কোথায় ফুটেছে ফুল,
            
বলো গো সজনি, এ সুখরজনী
কোন্খানে উদিয়াছে- বনমাঝে কি মনোমাঝে॥
    যাব কি যাব না   
মিছে এ ভাবনা,
        
মিছে মরি লোকলাজে।
কে জানে কোথা সে  বিরহহুতাশে
        
ফিরে অভিসারসাজে-
		        
বনমাঝে কি মনোমাঝে॥
	
	- 
	পাঠভেদ: পাঠভেদ আছে।
        
সখী, ওই বুঝি বাঁশি বাজে              
: সাধনা (আষাঢ় ১২৯৯)
 ঐ 
বুঝি বাঁশি বাজে              
         : গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
 
 সখী, মিছে মরি লোকলাজে।           
: কথার অংশ, সাধনা (আষাঢ় ১২৯৯)
 মিছে মরি লোকলাজে।                  
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
 
- ভাবসন্ধান
- তথ্যানুসন্ধান 
	- ক. রচনাকাল ও স্থান: 
	নলিনী'র পাণ্ডলিপি 
(১২৯১)-তে প্রাপ্ত। এই বিচারে, গানটি রবীন্দ্রনাথের ২২ বৎসরে রচিত বলে বিবেচনা করা 
হয়।
 
 
- খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	- গ্রন্থ
	
		- 
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।
রাজা ও রাণী, তৃতীয় অঙ্ক, পঞ্চম দৃশ্য। প্রথম সখীর গান। ঝিঁঝিট 
খাম্বাজ-একতালা।  পৃষ্ঠা: ২২৪] 
	[নমুনা]
 
- 
				গান
				
		
- 
		গীতবিতান 
		
			- 
	প্রথম খণ্ড, প্রথম সংস্করণ 
	[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, রাজা ও রাণী (১২৯৬ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল।  পৃষ্ঠা: ৮৩-৮৪]
	[নমুনা:
			প্রথমাংশ,
			শেষাংশ]
- অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: প্রেম ১৪৪, উপবিভাগ:  প্রেম বৈচিত্র্য-১১৭ ।
				
				;[নমুনা]
 
- 
		
		নলিনী (১২৯১ 
বঙ্গাব্দ)। [বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী অচলিত প্রথম খণ্ড-এ নাই।]
- 
রাজা ও রাণী
	- 
	প্রথম সংস্করণ
	[আদি ব্রাহ্মসমাজ যন্ত্র, ১২৯৬ বঙ্গাব্দ। তৃতীয় অঙ্ক পঞ্চম দৃশ্য। প্রথম সখীর 
	গান। মিশ্র সিন্ধু-একতালা। পৃষ্ঠা: ৭২-৭৩] [নমুনা:
	 প্রথমাংশ,
	শেষাংশ] 
				
- রবীন্দ্ররচনাবলী প্রথম খণ্ড 
	[বিশ্বভারতী, জ্যৈষ্ঠ ১৩৯৬]।
 
- 
			স্বরবিতান অষ্টাবিংশ 
	(২৮) খণ্ডের (আষাঢ় ১৪১৩ বঙ্গাব্দ)  ষষ্ঠ গান। পৃষ্ঠা : ১৬-১৮।
- স্বরলিপি গীতিমালা
		(জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর)।
    [নমুনা]
 
- পত্রিকা: সাধনা (আষাঢ় ১২৯৯)
- 
			রেকর্ডসূত্র:
- প্রকাশের 
			কালানুক্রম: 
 
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
		- 
	স্বরলিপিকার: 
		
			- 
			
			ইন্দিরাদেবী চৌধুরানী
 
- 
			সুরান্তর: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।  
[
স্বরবিতান অষ্টাবিংশ 
		(২৮) খণ্ড (আষাঢ় ১৪১৩)]
 
 
- 
	সুর  ও তাল:
 
			- 
			রাগ: 
মিশ্র-বাঁরোয়া। তাল: ত্রিতাল। [
স্বরবিতান অষ্টাবিংশ 
		(২৮) খণ্ড (আষাঢ় ১৪১৩]
 
- 
			রাগ : পিলু 
বাঁরোয়া [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়, ভি.ভি. ওয়াঝলওয়ার, রবীন্দ্রনাথের প্রেমের গান, 
সংগীত-শিক্ষায়তন, বৈশাখ ১৩৯০], পৃষ্ঠা : ৭৩। 
 
- 
	রাগ: পিলু। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৮০।
 
- 
		
			রাগ: সিন্ধু। তাল: ত্রিতাল , ঢালা।  [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৯।
 
 
- 
		বিষয়াঙ্গ:
- 
		সুরাঙ্গ:
- 
	গ্রহস্বর: 
	রা।
- 
	লয়: 
	মধ্য।