বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আমার মন বলে 'চাই, চা ই, চাই
পাঠ ও পাঠভেদ:
আমার মন বলে 'চাই, চা ই, চাই গো-যারে নাহি পাই গো'।
সকল পাওয়ার মাঝে আমার মনে বেদন বাজে-
'নাই, না ই, নাই গো'॥
হারিয়ে যেতে হবে,
আমায় ফিরিয়ে পাব তবে।
সন্ধ্যাতারা যায় যে চলে ভোরের তারায় জাগবে ব'লে-
বলে সে 'যা ই, যাই গো'॥
পাঠভেদ: পাঠান্তর আছে : আমার মন বলে...
আমার মনে বেদন বাজে...
আমায় ফিরিয়ে পাব তবে।
তাসের দেশ (২য় সংস্করণ : মাঘ ১৩৪৫)
তোমার মন বলে...
আমার মনে বেদন বাজে...
তোমায় ফিরিয়ে পাব তবে। তাসের দেশ (ভাদ্র: ১৩৪০)
স্বরবিতান-১ (ভাদ্র: ১৩৪২)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩৪০ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ৭২ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)।প্রেম (উপবিভাগ : প্রেম বৈচিত্র্য ৩১৩)পর্যায়ের ৩৪৩ সংখ্যক গান।
তাসের দেশ (ভাদ্র ১৩৪০)। প্রথম দৃশ্য, রাজপুত্রের গান। বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী ২৩ খণ্ড। পৃষ্ঠা : ১৬৫--১৬৬।
স্বরবিতান প্রথম খণ্ডের (সংস্করণ ভাদ্র ১৪১৩) ৪৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৩৫-১৩৬।
স্বরবিতান দ্বাদশ (১২, তাসের দেশ, পৌষ ১৪১২) খণ্ডের গান। বাণী অংশ: পৃষ্ঠা ১৪। স্বরলিপি অংশ : ৫৪-৫৫।
বাউলাঙ্গ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
বাউল। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩০]
বাউল। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৭।]
সুরাঙ্গ:
বাউলাঙ্গ
[বাউলাঙ্গে
নিবদ্ধ গানের তালিকা]
গ্রহস্বর-না।
লয়-ঈষৎ দ্রুত।