বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম: মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।

পাঠ ও পাঠভেদ:

   মেঘের       কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।

ওরা   ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি

          সুদূরের   বীণার স্বরে   কে ওদের   হৃদয় হরে

          দুরাশার   দুঃসাহসে উদাস করে-

সে কোন্  উধাও হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি

ওদের  ঘুম ছুটেছে, ভয় টুটেছে একেবারে,       

অলক্ষ্যেতে লক্ষ ওদের-  পিছন-পানে তাকায় না রে।

          যে বাসা  ছিল জানা  সে ওদের  দিল  হানা,

          না-জানার   পথে ওদের নাই রে মানা-

ওরা      দিনের শেষে দেখেছে কোন্ মনোহরণ আঁধার রাতি