বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
মেঘের কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ:
   
মেঘের       কোলে কোলে যায় রে চলে বকের পাঁতি।
ওরা   ঘর-ছাড়া মোর মনের কথা যায় বুঝি ওই গাঁথি গাঁথি॥
          
সুদূরের   বীণার স্বরে 
  
কে ওদের 
  
হৃদয় হরে
          
দুরাশার   দুঃসাহসে উদাস করে-
সে কোন্  উধাও 
হাওয়ার পাগলামিতে পাখা ওদের ওঠে মাতি॥
ওদের  ঘুম 
ছুটেছে, ভয় টুটেছে একেবারে,        
অলক্ষ্যেতে লক্ষ 
ওদের-  
পিছন-পানে তাকায় না রে।
          যে 
বাসা  ছিল জানা  সে ওদের  দিল  হানা,
          
না-জানার   পথে ওদের নাই রে মানা-
ওরা      দিনের 
শেষে দেখেছে কোন্ মনোহরণ আঁধার রাতি॥
	
	- 
	পাণ্ডুলিপির পাঠ:
- 	পাঠভেদ: 
	স্বরবিতান চতুর্দশ 
খণ্ডের পাঠভেদ অংশে 
এই গানটির একটি পাঠভেদ 
দেখানো হয়েছে-
  
মেঘের       কোলে কোলে যায় রে চলে 
সে ওদের  
দিল  হানা          :     
গান, নবগীতিকা ১ (১৩২৯ ও ফাল্গুন ১৩৩৭) 
                                          
প্রবাহিণী (১৩৩২) 
                                          
গীতবিতান (আশ্বিন ১৩৩৮ ও ১৩৪৬) 
কে 
তারে দিল  হানা            :     
স্বরলিপি,
নবগীতিকা ১ 
(১৩২৯ ও ফাল্গুন ১৩৩৭) 
- তথ্যানুসন্ধান:
		- 
		ক. রচনাকাল ও স্থান: স্বরবিতান ১৪ খণ্ডের 'রচনাকাল/প্রকাশকাল' 
		অংশ থেকে
	গানটির রচনাকাল পাওয়া 
		যায়- ১
 
৭ ভাদ্র ১৩২৮।
 উল্লেখ্য, ১৩২৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর 
	বিচিত্রা বাড়ির পিছনে মণ্ডপ তৈরি করে বর্ষামঙ্গল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 
	উক্ত
অনুষ্ঠানটি মঞ্চস্থ হয়েছিল ১৭ ও ১৮ই 
ভাদ্র। অনুষ্ঠান উপলক্ষে তিনি এই গানটি-সহ মোটা পাঁচটি নতুন গান রচনা করেছিলেন।
	এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল 
	৬০ বৎসর ৫ মাস ।
        
[রবীন্দ্রনাথের ৬০ বৎসর বয়সের রচিত গানের তালিকা]- 
		
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
				গ্রন্থ:
			- 
			গীতবিতান-এর 
			প্রকৃতি
			(উপ-বিভাগ : 
			বর্ষা-৩৬) পর্যায়ের ৬১ সংখ্যক গান।
			
-  গীতিচর্চ্চা (পৌষ ১৩৩২ 
বঙ্গাব্দ)।
-  
নবগীতিকা  ১ (১৩২৯ 
বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত।
- 
				
				প্রবাহিনী 
	 (বিশ্বভারতী ১৩৩২)। ঋতুচক্র ৩৬। পৃষ্ঠা: ১৪৮ [নমুনা]
-  শ্রাবণগাথা (শ্রাবণ ১৩৪১ বঙ্গাব্দ)।
- 
			
			স্বরবিতান 
			চতুর্দশ
			(১৪, 
নবগীতিকা প্রথম খণ্ড)  
খণ্ডের 
			(বৈশাখ ১৪১৫ 
			বঙ্গাব্দ) ৬ সংখ্যক গান। পৃষ্ঠা ২০-২২।
 
 
- পত্রিকা:
			- 
 ভারতী (আশ্বিন ১৩২৮ বঙ্গাব্দ)।
 
গ.
		
		সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
			- স্বরলিপি:
			
-  
		
			
			স্বরলিপিকার: 
দিনেন্দ্রনাথ ঠাকুর
 [দিনেন্দ্রনাথ ঠাকুরের জীবনী]
 [দিনেন্দ্রনাথ 
ঠাকুরকৃত স্বরলিপির তালিকা]
-  
		সুর ও তাল: 
		
		
		স্বরবিতান 
চতুর্দশ 
(১৪, নবগীতিকা প্রথম খণ্ড) খণ্ডটি 
প্রথম প্রকাশিত হয় ১৩২৯ বঙ্গাব্দে। এই সংস্করণে দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি 
গৃহীত হয়েছিল।  ১৩৫৭ বঙ্গাব্দের কার্তিক মাসে গ্রন্থটির তৃতীয় সংস্করণ 
প্রকাশিত হয়। এই সংস্করণে দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপিটি সুরান্তর হিসেবে 
দেখানো হয়েছে। উল্লেখ্য এই সংস্করণটির সম্পাদনা করেছিলেন অনাদিকুমার দস্তিদার। উক্ত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
 
স্বরলিপিটি 
৩।৩ 
মাত্রা ছন্দে  
দাদরা তালে 
নিবদ্ধ। 
অঙ্গ: 
বাউল। তাল: দাদরা 
			
			
			 [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, জানুয়ারি 
১৯৯৩)। পৃষ্ঠা: ৭৩]।
	
			অঙ্গ: 
বাউল। তাল: দাদরা 
			[রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা:
			১২৭।
			
			
			গ্রহস্বর:
পমা।
লয়: মধ্য।