গান সংখ্যা:
শিরোনাম:
বসন্তে কি শুধু
কেবল ফোটা ফুলের মেলা রে।
পাঠ ও পাঠভেদ:
বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে।
দেখিস নে কি শুক্নো-পাতা ঝরা-ফুলের খেলা রে॥
যে ঢেউ উঠে তারি সুরে বাজে কি গান সাগর জুড়ে।
যে ঢেউ পড়ে তাহারও সুর জাগছে সারা বেলা রে।
বসন্তে আজ দেখ্ রে তোরা ঝরা ফুলের খেলা রে॥
আমার প্রভুর পায়ের তলে শুধুই কি রে মানিক জ্বলে।
চরণে তাঁর লুটিয়ে কাঁদে লক্ষ মাটির ঢেলা রে॥
আমার গুরুর আসন-কাছে সুবোধ ছেলে ক জন আছে।
অবোধ জনে কোল দিয়েছেন, তাই আমি তাঁর চেলা রে।
উৎসবরাজ দেখেন চেয়ে ঝরা-ফুলের খেলা রে॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রচনার যথার্থ তারিখ পাওয়া যায় না। অনুমান করা হয়- এই গান-সহ রাজা নাটকের অন্যান্য গানগুলি প্রকাশকালের কিছু আগে রচিত হয়েছিল। প্রভাতকুমার মুখোপাধ্যায় তাঁর গীতবিতান কালানুক্রমিক সূচী' গ্রন্থে অনুমান করেছেন যে- গানগুলি শিলাইদহে রচিত। এই বিচারে বিবেচনা করা যেতে পারে- গানগুলি রবীন্দ্রনাথের ৪৯ বৎসর বয়সের রচনা।