বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
পাঠ ও পাঠভেদ:
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো
সেইখানে যোগ তোমার সাথে আমারও ॥
নয়কো বনে, নয় বিজনে, নয়কো আমার আপন মনে-
সবার যেথায় আপন তুমি, হে প্রিয়, সেথায় আপন আমারও ॥
সবার পানে যেথায় বাহু পসারো
সেইখানেতেই প্রেম জাগিবে আমারও।
গোপনে প্রেম রয় না ঘরে, আলোর মতো ছড়িয়ে পড়ে-
সবার তুমি আনন্দধন হে প্রিয়, আনন্দ সেই আমারও ॥
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ ঠাকুর। [গীতলিপি- পঞ্চম ভাগ থেকে স্বরবিতান ৩৭ খণ্ডে গৃহীত হয়েছে]
ভীমরাও শাস্ত্রী। [সঙ্গীত-গীতাঞ্জলি]
দিনেন্দ্রনাথ ঠাকুর। [বৈতালিক]
স্বরবিতান-৩৭'এ গৃহীত স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
সুর ও তাল:
রাগ-ভৈরবী। তাল-কাহারবা
গ্রহস্বর-দা। লয়-দ্রুত।
ব্রহ্মসঙ্গীত।