ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে—
যে মাটি আঁচল পেতে চেয়ে আছে মুখের পানে।
যার বুক ফেটে এই প্রাণ উঠেছে, হাসিতে যার ফুল ফুটেছে রে,
ডাক দিল যে গানে গানে॥
দিক হতে ওই দিগন্তরে কোল রয়েছে পাতা,
জন্মমরণ তারি হাতের অলখ সুতোয় গাঁথা।
ওর হৃদয়-গলা জলের ধারা সাগর-পানে আত্নহারা রে
প্রাণের বাণী বয়ে আনে॥
		
		ক. গীতবিতানের 
আনুষ্ঠানিক পর্যায়ের 
		১৫ সংখ্যক গান।
		
   
		
স্বরবিতান পঞ্চদশ (১৫, নবগীতিকা দ্বিতীয় 
		খণ্ড) 
খণ্ডের পঞ্চম
গান।
পৃষ্ঠা ১৯-২১।
		
		
	প্রবাহিনী 
	(বিশ্বভারতী ১৩৩২ বঙ্গাব্দ)।
বিবিধ ২। 
	পৃষ্ঠা: ৯৭-৯৮। [নমুনা:
		
		প্রথমাংশ,
		
		শেষাংশ]