বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত
 
শিরোনাম: 
তুমি এবার 
আমায় লহো হে নাথ,
লহো।
পাঠ 
ও পাঠভেদ: 
	- 
	
	গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর পাঠ: 
	
	পূজা: 
	১২০
	
		
তুমি     এবার 
আমায় লহো হে নাথ,
লহো।
                 এবার তুমি ফিরো না হে—
			                   
			হৃদয় কেড়ে নিয়ে 
রহো 
॥
যে দিন গেছে 
তোমা বিনা  তারে আর ফিরে চাহি না,
               
			যাক সে ধুলাতে।
এখন    তোমার 
আলোয় জীবন মেলে যেন জাগি অহরহ 
॥
কী আবেশে কিসের 
কথায়   ফিরেছি হে যথায় তথায়
              
			পথে প্রান্তরে,
এবার    বুকের 
কাছে ও মুখ রেখে    তোমার আপন বাণী কহো 
॥
          
			কত কলুষ কত 
ফাঁকি     এখনো যে আছে বাকি
         
			                
			মনের 
গোপনে,
          
			আমায়   তার লাগি 
আর ফিরায়ো না —
                     
			তারে আগুন দিয়ে 
দহো 
॥
		
	
	RBVBMS 
	478] 
	  
	[নমুনা]
	
	
তথ্যানুসন্ধান
	
	RBVBMS 478 
	
	পাণ্ডুলিপিতে লিখিত গানটির নিচে তারিখ উল্লেখ আছে-
	 
	'২৮ চৈত্র'। 
 
			
			গীতাঞ্জলি  
			'র প্রথম সংস্করণ (১৩১৭ বঙ্গাব্দ) গানটির তারিখ উল্লেখ আছে- ২৮ চৈত্র, 
	১৩১৬। 
	
	
	উল্লেখ্য, 
	১৩১৬ বঙ্গাব্দের ২৪ ফাল্গুন, রবীন্দ্রনাথ রথীন্দ্রনাথ ঠাকুরকে সাথে নিয়ে 
	শিলাইদহ যান এবং ৫ চৈত্রে কোলকাতায় ফিরে আসেন। এরপর ১১ই চৈত্র তারিখে তিনি 
	শান্তিনিকেতনে ফিরে আসেন। চৈত্রমাসের শেষের দিকে তিনি এই গানটি-সহ মোট ৫টি গান 
	রচনা করেন।  
		রবীন্দ্রনাথ তাঁর ৪৮ অতিক্রান্ত বয়সের শেষাংশে এই গানটি 
	রচনা করেছিলেন।
 
	[রবীন্দ্রনাথের 
	৪৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
	
	খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ: 
		
		
			-  
			
			কাব্যগ্রন্থ  
		
		
			- 
			অষ্টম খণ্ড
			[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ,
			গীতাঞ্জলি, 
			গান সংখ্যা ৫০, 
			পৃষ্ঠা ৩৪২] [নমুনা]
 
-  
			
			গীতবিতান
 
				-  
				
				প্রথম খণ্ড, প্রথম সংস্করণ 
				[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮], 
			 পৃষ্ঠা: ৩৪৫।
				[নমুনা]
 
-  
				
				প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ 
				[বিশ্বভারতী, মাঘ ১৩৪৮], 
				পর্যায়:
				পূজা,
				উপবিভাগ: প্রার্থনা
				২৯, পৃষ্ঠা: ৫১
				[নমুনা]
 
-  
				অখণ্ড, তৃতীয় সংস্করণ [বিশ্বভারতী, পৌষ ১৩৮০],
				
				পূজা ১২০, 
			উপ-বিভাগ :
				প্রার্থনা 
				২৯, পৃষ্ঠা: 
			৫৫ ।
 
 
-  
			গীতলিপি তৃতীয় ভাগ 
			[১৯১০ 
		খ্রিষ্টাব্দ, ১৩১৭ বঙ্গাব্দ]।
			সুরেন্দ্রনাথ 
বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
 
-  
			
			
			গীতিচর্চ্চা [বিশ্বভারতী, পৌষ ১৩৩২], গান সংখ্যা ৫৪, 
			 পৃষ্ঠা: ৩৯-৪০।
			 
			 [নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
 
-  
			
			গীতাঞ্জলি
 
				-  
				
				প্রথম সংস্করণ [ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩১৭],
				
				৫৮ 
				সংখ্যক গান, 
				পৃষ্ঠা ৬৯। [নমুনা]
				
 
-  
				
				
				রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী, আষাঢ় ১৩৪৯)
				,
				
				
				পৃষ্ঠা 
				৪৭-৪৮।
 
 
-  
			
			ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ], গান,
			 পৃষ্ঠা: 
			২৩। [নমুনা]
 
-  
			
			স্বরবিতান অষ্টাত্রিংশ খণ্ড (৩৮) (বিশ্বভারতী,
			
			বৈশাখ ১৪১৫) খণ্ড, ১১ সংখ্যক গান,
			
			বাউলের সুর-দাদরা,
			
			পৃষ্ঠা ৩৩-৩৫। 
	[নমুনা]
	 
 
-  
			
			
			সঙ্গীত-গীতাঞ্জলি (১৯২৭ খ্রিষ্টাব্দ)।
			ভীমরাও 
			শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল
			  পত্রিকা:
 
- 
			সঙ্গীত প্রকাশিকা 
			[শ্রাবণ ১৩১৭ বঙ্গাব্দ।
			সুরেন্দ্রনাথ 
বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।১
 
-  
		রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র 
		পাওয়া যায় নি। 
- রবীন্দ্রনাথকৃত অনুবাদ। 
 
 
Lover's Gift and 
			Crossing, [The Mackmillan Company, 1918]
     
			
			         Crossing 4, page 82
			Accept me, my lord, accept me for this 
			while.
			Let those orphaned days that passed without 
			       thee 
			be forgotten.
			Only spread this little moment wide across thy 
			       lap, 
			holding it under thy light.
			I have wandered in pursuit of voices that drew 
			      me yet led 
			me nowhere.
			Now let me sit in peace and listen to thy words 
			      in the soul 
			of my silence.
			Do not turn away thy face from my heart's dark 
			      secrets, 
			but burn them till they are alight 
			      with thy 
			fire.
 
			
		 প্রকাশের কালানুক্রম:  গীতবিতানের গানটি গৃহীত হওয়ার আগে যে সকল গ্রন্থে স্থান পেয়েছিল, সেগুলো হলো- সঙ্গীত প্রকাশিকা (১৩১৭), গীতাঞ্জলি প্রথম সংস্করণ (১৩১৭), গীতলিপি তৃতীয় ভাগ (১৩১৭, ধর্ম্মসঙ্গীত (১৩২১), কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (১৩২৩) ও গীতি-চর্চ্চা (১৩৩২)। এ সকল গ্রন্থাদির পরে, ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতান -এর প্রথম খণ্ড, প্রথম সংস্করণ -  গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা, পর্যায়ের উপবিভাগ: প্রার্থনা হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১২০ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে। 	
;
	
	গ.
	
	সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
		-  
		স্বরলিপিকার:
		
		
-  
		সুর  ও তাল:
		
		
		RBVBMS 478-পাণ্ডুলিপিতে 
		লিখিত এই গানের
			উপরে লেখা আছে- 
		'বাউল'। পান্ডুলিপির বাম কোণায় লেখা আছে- 'আমি একবারোনা'। এই অংশটুকু- 
		লালনের সাঁইয়ের- 'বাড়ির কাছে আরশি নগর' গানের 'আমি একবার না দেখিলাম না 
		তারে' গানের কথা মনে করিয়ে দেয়। 
		 
			১৩১৬ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ শান্তিনিকেতন যান এবং সেখান 
		থেকে  ৫ 
		চৈত্রে কোলকাতায় ফিরে আসেন এবং ১১ই চৈত্র তারিখে শান্তিনকেতন আসেন। এরপর 
		২৮শে চৈত্র এই গানটি রচনা করেন। 
			 
 
-  
		বিষয়াঙ্গ:
		
 
-  
		সুরাঙ্গ:
		
		
		 বাউলাঙ্গ
 
-  
		
		গ্রহস্বর: 
		গা।
 
-  
		লয়: দ্রুত