গানের ভেলায় বেলা অবেলায় প্রাণের আশা
ভোলা মনের স্রোতে ভাসা॥
কোথায় জানি ধায় সে বাণী, দিনের শেষে
কোন্ ঘাটে যে ঠেকে এসে চিরকালের কাঁদা-হাসা॥
এমনি খেলার ঢেউয়ের দোলে
খেলার পারে যাবি চলে।
পালের হাওয়ার ভরসা তোমার— করিস নে ভয়
পথের কড়ি না যদি রয়, সঙ্গে আছে বাঁধন-নাশা॥
		অঙ্গ: 
		বাউল তাল: 
		
		 দাদরা
		
				
				 [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর 
		চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] 
				
		
		পৃষ্ঠা: ৪৯।
                            
[খাম্বাজ রাগে 
নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
অঙ্গ: কীর্তন। তাল: কাহারবা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৮৮