বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
আমারে   পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন্ খ্যাপা সে

পাঠ ও পাঠভেদ:

আমারে   পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন্ খ্যাপা সে !

ওরে,      আকাশ জুড়ে মোহন সুরে কী যে বাজে কোন্ বাতাসে

            গেল রে গেল বেলা,   পাগলের   কেমন খেলা-

ডেকে সে আকুল করে,   দেয় না ধরা।

তারে      কানন গিরি খুঁজে ফিরি,   কেঁদে মরি কোন্ হুতাশে