বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন্ খ্যাপা সে
পাঠ ও পাঠভেদ:
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন্ খ্যাপা সে !
ওরে, আকাশ জুড়ে মোহন সুরে কী যে বাজে কোন্ বাতাসে ॥
গেল রে, গেল বেলা, পাগলের কেমন খেলা-
ডেকে সে আকুল করে, দেয় না ধরা।
তারে কানন গিরি খুঁজে ফিরি, কেঁদে মরি কোন্ হুতাশে ॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 358] [নমুনা]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটির রবীন্দ্রনাথের ৪৮ বৎসর বয়সের রচনা হিসাবে উল্লেখ করেছেন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
প্রায়শ্চিত্ত (৩১ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)। তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য, প্রথমম অংশ। ধনঞ্জয়ের গান, শেষাংশ নৃত্যগীত সহযোগে গীত হয়ে থাকে। রবীন্দ্ররচনাবলী নবম খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৩৭।
স্বরবিতান নবম (৯) খণ্ডের ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৭।
পত্রিকা
মুক্তধারা (বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ)। ধনঞ্জয়-এর গান। রবীন্দ্ররচনাবলী চতুর্দশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২১৫।
শারদীয় বসুমতী (১৩৩৪ বঙ্গাব্দ)।