বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় কোন্ খ্যাপা সে
পাঠ
ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী,
কার্তিক ১৪১২)-এর
পাঠ:
পূজা (উপ-বিভাগ
:
সুন্দর-৯)
পর্যায়ের ৫৫৫
সংখ্যক গান।
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে
বেড়ায় কোন্ খ্যাপা সে !
ওরে,
আকাশ জুড়ে মোহন সুরে কী যে বাজে কোন্ বাতাসে
॥
গেল রে,
গেল বেলা,
পাগলের কেমন খেলা-
ডেকে সে আকুল
করে, দেয়
না ধরা।
তারে কানন
গিরি খুঁজে ফিরি,
কেঁদে
মরি কোন্ হুতাশে
॥
RBVBMS 358]
[নমুনা]
-
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
গানটির রবীন্দ্রনাথের
৪৮ বৎসর বয়সের রচনা হিসাবে উল্লেখ
করেছেন।
-
খ. প্রকাশ ও
গ্রন্থভুক্তি
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ],
বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ১০০।
[নমুনা]
- গান
-
গীতবিতান
- প্রথম খণ্ড,
প্রথম সংস্করণ (বিশ্বভারতী,
১৩৩৮
বঙ্গাব্দ)।
[নমুনা]
- প্রথম খণ্ড,
দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী,
১৩৪৮
বঙ্গাব্দ)।
- অখণ্ড,
তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী,
পৌষ ১৩৮০
বঙ্গাব্দ)।
পূজা (উপ-বিভাগ
:
বাউল-১০)
পর্যায়ের ৫৫৫ সংখ্যক গান।
- পরিত্রাণ (জ্যৈষ্ঠ ১৩৩৬ বঙ্গাব্দ)। দ্বিতীয় অংক
,
প্রথম দৃশ্য,
প্রথমাংশ। ধনঞ্জয়’এর
গান,
শেষাংশ
সমবেত। রবীন্দ্ররচনাবলী বিংশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৬০।
-
প্রায়শ্চিত্ত (৩১ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)। তৃতীয় অঙ্ক
,
প্রথম দৃশ্য ,
প্রথমম অংশ। ধনঞ্জয়ের
গান ,
শেষাংশ
নৃত্যগীত সহযোগে গীত হয়ে থাকে। রবীন্দ্ররচনাবলী নবম খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা
১৩৭।
-
স্বরবিতান নবম (৯) খণ্ডের ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৭।
- পত্রিকা
-
মুক্তধারা (বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ)। ধনঞ্জয়-এর গান।
রবীন্দ্ররচনাবলী চতুর্দশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২১৫।
-
শারদীয় বসুমতী (১৩৩৪ বঙ্গাব্দ)।
- গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপিকার: স্বরবিতান-৯’এ
গৃহীত স্বরলিপিটির স্বরলিপিকারের নাম উল্লেখ নেই।
- সুর ও
তাল:
- বাউলের সুর। তাল-দাদরা।
- অঙ্গ: বাউল। তাল: দাদরা।
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ৩১। ]
- অঙ্গ: বাউল। তাল: দাদরা।
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১] পৃষ্ঠা:
৫৯]
- সুরাঙ্গ:
বাউলাঙ্গ।
- গ্রহস্বর-পা।
- লয়-অতি দ্রুত।