বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম: এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে,
পাঠ ও পাঠভেদ:
এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিলে,
হাসিতে আকাশ ভরিলে ॥
পথে পথে ফেরে, দ্বারে দ্বারে যায়, ঝুলি ভরি রাখে যাহা-কিছু পায়—
কতবার তুমি পথে এসে, হায়, ভিক্ষার ধন হরিলে ॥
ভেবেছিল চির-কাঙাল সে এই ভুবনে, কাঙাল মরণে জীবনে।
ওগো মহারাজা, বড়ো ভয়ে ভয়ে দিনশেষে এল তোমারি আলয়ে—
আধেক আসনে তারে ডেকে লয়ে নিজ মালা দিয়ে বরিলে ॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের
RBVBMS
229 পাণ্ডুলিপিতে গানটির রচনাকাল ও
স্থানের উল্লেখ আছে, '৫ই জ্যৈষ্ঠ ১৩২১, রামগড়'। উল্লেখ্য
১৩২১ বঙ্গাব্দের
২৭শে বৈশাখে পুত্রবধু প্রতিমা দেবী, কন্যা মীরাদেবী, জামাতা নগেন্দ্রনাথ ও দুজন ভৃত্য
নিয়ে রবীন্দ্রনাথ রামগড়ের উদ্দেশ্যে রওনা দেন। এরপর তিনি তিনি রামগড় থেকে লখ্নৌ হয়ে
কলকাতায় ফেরেন ৩১শে জ্যৈষ্ঠে। রামগড়ে থাকাকালীন সময়ে, তিনি মোট ৯টি গান রচনা করেন।
এর ভিতরে 'এরে
ভিখারি সাজায়ে কী রঙ্গ' গানটি রচনা করেন ৫ জ্যৈষ্ঠ [মঙ্গলবার, ১৯ মে] । এই
সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩ বৎসর ১ মাস।
[৫৩
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
কাব্যগ্রন্থ নবম খণ্ড ( ইন্ডিয়ান প্রেস। ১৩২৩ বঙ্গাব্দ), গীতালি। গান ১০৬। পৃষ্ঠা: ৪০৬ [নমুনা]
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ)। ১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতিমাল্য'-এর গান থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৪৬৫-৪৬৬। [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮ বঙ্গাব্দ)। গান সংখ্যা ৪২। পৃষ্ঠা: ৩২। [নমুনা]
প্রথম সংস্করণ [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৯ আষাঢ় ১৩২১ বঙ্গাব্দ। ১০৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ১২৯]। [নমুনা]
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী, আশ্বিন ১৩৯৩)। ১০৬ সংখ্যক গান, গীতিমাল্য। পৃষ্ঠা ২০৯।]
গীতলেখা দ্বিতীয় ভাগ (১৩২৫ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চত্বারিংশ (৪০) খণ্ডের (বৈশাখ ১৪১৩) নবম গান। পৃষ্ঠা ২৮-৩০।
পত্রিকা:
প্রকাশের
কালানুক্রম: এই গানটি প্রথম প্রকাশিত হয়েছিল
প্রবাসী
পত্রিকার
'আশ্বিন
১৩২১ বঙ্গাব্দ' সংখ্যায়।
এই বছরে প্রকাশিত
গীতিমাল্য এই গানটি অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর
১৩২৩
বঙ্গাব্দে কাব্য-গ্রন্থে এই গানটি 'গীতিমাল্য' অংশে অন্তর্ভুক্ত
হয়। ১৩২৫ বঙ্গাব্দে প্রকাশিত গীতলেখা দ্বিতীয় ভাগে
দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল।
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতানের দ্বিতীয় খণ্ডের প্রথম
সংস্করণে অন্তর্ভুক্ত হয়,
১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতিমাল্য' থেকে। ১৩৪৮
খ্রিষ্টাব্দে প্রকাশিত গীতবিতানের প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণে গানটি
গৃহীত হয় পূজা পর্যায়ে। ১৩৮০ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতানের অখণ্ড সংস্করণে
পূজা পর্যায়ের ৭৪ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুরে।
[স্বরবিতান চত্বারিংশ
(৪০) খণ্ড
(পুনর্মুদ্রণ
বৈশাখ ১৪১৩, বিশ্বভারতী)]
[দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান চত্বারিংশ (৪০) খণ্ডের
(বৈশাখ ১৪১৩)
গৃহীত এই গানের স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন
দেখানো
হয়েছে,
৩।৩
মাত্রা ছন্দে
দাদরা
তালে নিবদ্ধ।
[দাদরা তালে
নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ: পিলু-বারোয়াঁ। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৮]।
গ্রহস্বর: গা।
লয়: মধ্য।