বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আরো আঘাত সইবে আমার, সইবে আমারো
পাঠ ও পাঠভেদ:
আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার, ওগো প্রিয়-
বড়ো উতলা আজ পরান আমার, খেলাতে হার মানবে কি ও॥
কেবল তুমিই কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে।
তুমি সাধ ক'রে, নাথ, ধরা দিয়ে আমারও রঙ বক্ষে নিয়ো-
এই হৃৎকমলের রাঙা রেণু রাঙাবে ওই উত্তরীয়॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
ভাবসন্ধান: যুক্ত হবে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩১৭ বঙ্গাব্দের কার্তিক মাসে রবীন্দ্রনাথ তাঁর 'রাজা' নাটক শেষ করেন। এই নাটকের জন্য তিনি এই গানটি রচনা করেছিলেন। এ সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৯ বৎসর ৬ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
অরূপরতন [১৩২৬ বঙ্গাব্দ, দ্বিতীয় সংস্করণ ১৩৪২ বঙ্গাব্দ]
কাব্যগ্রন্থ নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। রাজা। ঠাকুরদার গান। পৃষ্ঠা ৬৮] [নমুনা]
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড ইন্ডিয়ান প্রেস ১৩২৩
গান
ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)।
দ্বিতীয় খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রেম (প্রেম বৈচিত্র্য-৬১) পর্যায়ের ৮৮ সংখ্যক গান।
রাজা, বাউলের দলের গান। (পৌষ ১৩১৭ বঙ্গাব্দ)। [রবীন্দ্ররচনাবলী দশম খণ্ড। বিশ্বভারতী। বৈশাখ ১৩৯৩]
স্বরবিতান দ্বাচত্বারিংশ (৪২, অরূপরতন) খণ্ডের (চৈত্র ১৪১৩) ২১ সংখ্যক গান। পৃষ্ঠা : ৬৭-৬৮।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার [পাণ্ডুলিপি থেকে সংগৃহীত]।
সুর ও তাল:
স্বরবিতান দ্বাচত্বারিংশ (৪২, অরূপরতন) খণ্ডে (চৈত্র ১৪১৩) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে 'দাদরা' তালে নিবদ্ধ।
রাগ : পিলু কাফি। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৭৩]
রাগ: পিলু। অঙ্গ: টপ্পা। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ৩৪।]
রাগ: সিন্ধু, খাম্বাজ। তাল: দাদরা, ঢালা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৫।]
গ্রহস্বর গা
লয়: মধ্য