বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
এ যে মোর আবরণ
পাঠ ও পাঠভেদ:
এ যে মোর আবরণ
ঘুচাতে কতক্ষণ !
নিশ্বাসবায় উড়ে চলে যায়
তুমি কর যদি মন
॥
যদি পড়ে থাকি ভূমে
ধুলার ধরণী চুমে ॥
তুমি তারি লাগি দ্বারে রবে জাগি
এ কেমন তব পণ ॥
রথের চাকার রবে
জাগাও জাগাও সবে,
আপনার ঘরে এসো বলভরে
এসো এসো গৌরবে।
ঘুম টুটে যাক চলে,
চিনি যেন প্রভু ব'লে-
ছুটে এসে দ্বারে করি আপনারে
চরণে সমর্পণ ॥
পাণ্ডুলিপির পাঠ:
[RBVBMS 143] [নমুনা]
RBVBMS 148] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল
ও স্থান:
১৩১৭ বঙ্গাব্দের অসুস্থ হয়ে রবীন্দ্রনাথ কিছুদিন শিলাইদহে কাটান।
১৩১৭ বঙ্গাব্দের কার্তিক মাসে রবীন্দ্রনাথ তাঁর 'রাজা' নাটক শেষ করেন। রাজা
নাটকের প্রথম পাণ্ডুলিপি [RBVBMS
143]
-তে এই গানটি ছিল।
সে হিসাবে ধারণা করা হয়, গানটি রবীন্দ্রনাথের ৪৯ বৎসর
৬ মাস বয়সের রচনা।
[৪৯
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৩৬৫-৩৬৬ [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮ বঙ্গাব্দ)।
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পূজা ১৬২। উপবিভাগ: বিরহ ৩৫]
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ, গান, পৃষ্ঠা: ৪-৫] [প্রথমাংশ, শেষাংশ]
প্রথম সংস্করণ [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, পৌষ ১৩১৭ বঙ্গাব্দ। সুরঙ্গমার গান। পৃষ্ঠা: ৩১-৩২। [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
রবীন্দ্ররচনাবলী দশম খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ৩২৯।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: স্বরলিপি নাই।
পাণ্ডুলিপিতে এই গানটির সুর হিসাবে 'হাম্বীর' উল্লেখ ছিল। বর্তমানে গানটির স্বরলিপি পাওয়া যাওয়া না।