রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি
RBVBMS 143
(রাজা নাটকের প্রথম পাণ্ডুলিপি)
মূল নাম:
Ms. 143
 

বিষয়সূচি

পাণ্ডুলিপি পরিচতি: এই নাটকটি ফুলস্কেপ মাপের সাদা কাগজে লেখা হয়েছিল। পৃষ্ঠাগুলো লম্বাভাবে দুই ভাগে ভাগ করে বাম দিকে লেখা হয়েছিল। কিছু কিছু পাতার ডান দিকে সংযোজন হিসেবে যুক্ত হয়েছিল কিছু লেখা। নিচে এই নাটকের গানগুলোর তালিকা দেওয়া হলো-
  1. আজি এই গন্ধবিধুর সমীরণে [প্রকৃতি-২৫২] [তথ্য] [নমুনা]
  2. আজি দখিন-দুয়ার খোলা [প্রকৃতি-২০২] [তথ্য] [নমুনা]
  3. আজি বসন্ত জাগ্রত দ্বারে [প্রকৃতি-১৯০] [তথ্য] [নমুনা]. কেটে দেওয়া হয়েছে [নমুনা]
  4. আমার সকল নিয়ে বসে [প্রেম-৮৯] [তথ্য]  [নমুনা]
  5. আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে [স্বদেশ-১০] [তথ্য]  [নমুনা]
  6. আমার ঘুর লেগেছে— তাধিন্ তাধিন্ [বিচিত্র ৭] [তথ্য] [নমুনা]
  7. আমার প্রাণের মানুষ আছে প্রাণে [পূজা-৫৪৯] [তথ্য] [নমুনা], কেটে দেওয়া হয়েছে [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  8. আমি কেবল তোমার দাসী [প্রেম-৩৭৩] [তথ্য] [নমুনা]
  9. আমি তোমার প্রেমে হব [প্রেম-৯১] [তথ্য] [নমুনা]
  10. আমি রূপে তোমায় ভোলাব না [প্রেম-৯০] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  11. আহা তোমার সঙ্গে প্রাণের খেলা [প্রেম-৮৮] [তথ্য] [নমুনা]
  12. এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে [পূজা-৯৩] [তথ্য] [নমুনা]
  13. এ যে মোর আবরণ [পূজা-১৬২] [তথ্য] [নমুনা]
  14. কোথা বাইরে দূরে যায় রে উড়ে [প্রেম-৩২৭] [তথ্য] [নমুনা]
  15. খোলো খোলো দ্বার [প্রেম-১১৪] [তথ্য] [নমুনা]
  16. তোরা যে যা বলিস ভাই [প্রেম-১৮৪] [তথ্য] [নমুনা]
  17. পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে [প্রকৃতি-২৭৩] [তথ্য] [নমুনা]
  18. বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে [প্রকৃতি-২০৩] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
  19. ভয়েরে মোর আঘাত করো [পূজা-২২১] [তথ্য] [নমুনা]
  20. ভোর হল বিভাবরী, পথ হল অবসান [পূজা-২৭০] [তথ্য] [নমুনা]
  21. মম চিত্তে নিতি নৃত্যে [বিচিত্র-৬] [তথ্য] [নমুনা]
  22. মোদের কিছু নাই রে [বিচিত্র ১২১] [তথ্য] [নমুনা প্রথমাংশ, শেষাংশ]
  23. যা ছিল কালো-ধলো [প্রেম-৮৭] [তথ্য] [নমুনা]
  24. যেখানে রূপের প্রভা [নাট্যগীতি-৯২] [তথ্য] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]