বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজি দখিন-দুয়ার খোলা
পাঠ ও পাঠভেদ:
গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রকৃতি (উপ-বিভাগ : বসন্ত ১৫) পর্যায়ের ২০২ সংখ্যক গান।
আজি দখিন-দুয়ার খোলা―
এসো হে, এসো হে, এসো হে, আমার বসন্ত এসো।
দিব হৃদয়দোলায় দোলা,
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥
নব শ্যামল শোভন রথে এসো বকুলবিছানো পথে,
এসো বাজায়ে ব্যাকুল বেণু মেখে পিয়ালফুলের রেণু।
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥
এসো ঘনপল্লবপুঞ্জে এসো হে, এসো হে, এসো হে।
এসো বনমল্লিকাকুঞ্জে এসো হে, এসো হে, এসো হে।
মৃদু মধুর মদির হেসে এসো পাগল হাওয়ার দেশে,
তোমার উতলা উত্তরীয় তুমি আকাশে উড়ায়ে দিয়ো―
এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো॥
পাণ্ডুলিপির পাঠ:
[RBVBMS 143] [নমুনা]
[RBVBMS 148] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল
ও স্থান: ১৩১৭ বঙ্গাব্দের অসুস্থ হয়ে
রবীন্দ্রনাথ কিছুদিন শিলাইদহে কাটান।
১৩১৭ বঙ্গাব্দের কার্তিক মাসে রবীন্দ্রনাথ তাঁর 'রাজা' নাটক শেষ করেন। রাজা
নাটকের প্রথম পাণ্ডুলিপি [RBVBMS
143]
-তে এই গানটি ছিল।
সে হিসাবে ধারণা করা হয়, গানটি রবীন্দ্রনাথের ৪৯ বৎসর
৬ মাস বয়সের রচনা।
[রবীন্দ্রনাথের
৪৯ বৎসর ৬ মাস বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। রাজা। ঠাকুরদাদার গান। পৃষ্ঠা ১৯-২০] [নমুনা]
অরূপরতন
গান
ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১
প্রথম সংস্করণ [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, পৌষ ১৩১৭ বঙ্গাব্দ। ঠাকুরদাদার গান। পৃষ্ঠা: ৪-৫
শাপমোচন (চৈত্র ১৩৩৯ বঙ্গাব্দ)।
স্বরবিতান দ্বাচত্বারিংশ (৪২, অরূপরতন) খণ্ডের (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ) সপ্তম সংখ্যক গান। পৃষ্ঠা ২৩-২৫।
পত্রিকা:
সঙ্গীতবিজ্ঞান প্রবেশিকা (পৌষ ১৩৩৪ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর- কৃত স্বরলিপিসহ মুদ্রিত।
পরিবেশনা: ১৩৩৫ বঙ্গাব্দে জোড়াসাঁকোয় মাঘোৎসব উপলক্ষে সুন্দর নামে দুটি অনুষ্ঠান হয়; এই অনুষ্ঠান দুটিতে এই গানটি পরিবেশিত হয়।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর।
সুর ও তাল:
স্বরবিতান দ্বাচত্বারিংশ (৪২, অরূপরতন) খণ্ডে (১৩২৬ বঙ্গাব্দ) গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। গানটি ৪।৪ ছন্দে কাহারবা তালে নিবদ্ধ।
রাগ : বাহার। অঙ্গ: কীর্তন। তাল: কাহারবা। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
গ্রহস্বর: ধা।
লয়: মধ্য।