বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আমরা সবাই
রাজা আমাদের এই রাজার রাজত্বে
পাঠ ও পাঠভেদ:
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে—
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?।
আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি,
আমরা নই বাঁধা নই দাশের রাজার ত্রাসের দাসত্বে—
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?।
রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান,
মোদের খাটো ক’রে রাখে নি কেউ কোনো অসত্যে—
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?।
আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে
মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে—
নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে ?।
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
পাঠভেদ:
রচনাকাল ও স্থান: ১৩১৭ বঙ্গাব্দ। রবীন্দ্রনাথের ৪৯ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
(১৩৪২ বঙ্গাব্দ)। দ্বিতীয় দৃশ্য, ঠাকুরদার গান। রবীন্দ্ররচনাবলী ত্রয়োদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৭৭-৭৮।
কাব্যগ্রন্থ নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। রাজা। ঠাকুরদাদার গান। পৃষ্ঠা ৩০-৩১] [নমুনা]
গীতবিতান
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। স্বদেশ পর্যায়ের ১০ সংখ্যক গান।
প্রথম সংস্করণ [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, পৌষ ১৩১৭ বঙ্গাব্দ।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার
সুর ও তাল:
স্বরবিতান দ্বিচত্বারিংশ খণ্ডে (চৈত্র ১৪১৩) গৃহীত গানটি স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
রাগ : ইমন-ভূপালী। তাল : দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৮]
রাগ: ভূপালি, ইমন। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৪।]
গ্রহস্বর-সা।
লয়-দ্রুত।