বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:

শিরোনাম:
এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে

পাঠ ও পাঠভেদ:

এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে
            ওহে অন্ধকারের স্বামী।
এসো নিবিড়, এসো গভীর, এসো জীবন-পারে
            আমার চিত্তে এসো নামি।
এ দেহ মন মিলিয়ে যাক, হইয়া যাক হারা
                ওহে অন্ধকারের স্বামী।
বাসনা মোর, বিকৃতি মোর, আমার ইচ্ছাধারা
                ওই চরণে যাক থামি।
নির্বাসনে বাঁধা আছি দুর্বাসনার ডোরে
                ওহে অন্ধকারের স্বামী ।
সব বাঁধনে তোমার সাথে বন্দী করো মোরে—
                ওহে, আমি বাঁধন-কামী।
আমার প্রিয়, আমার শ্রেয়, আমার হে পরম,
                ওহে অন্ধকারের স্বামী,
সকল ঝ’রে সকল ভ’রে আসুক সে চরম—
                ওগো, মরুক-না এই আমি