বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
ভয়েরে মোর আঘাত করো ভীষণ,
হে ভীষণ !
পাঠ ও পাঠভেদ:
ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ !
কঠিন করে চরণ-'পরে প্রণত করো মন ॥
বেঁধেছে মোরে নিত্য কাজে প্রাচীরে-ঘেরা ঘরের মাঝে,
নিত্য মোরে বেঁধেছে সাজে সাজের আভরণ ॥
এসো হে, ওহে আকস্মিক, ঘিরিয়া ফেলো সকল দিক,
মুক্ত পথে উড়ায়ে নিক নিমেষে এ জীবন।
তাহার 'পরে প্রকাশ হোক উদার তব সহাস চোখ-
তব অভয় শান্তিময় স্বরূপ পুরাতন ॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথ কার্তিক মাসে শান্তিনিকেতনের অধ্যাপকদের অনুরোধে 'রাজা' নাটক লেখা শুরু করেছিলেন। ১২ই কার্তিক বালিকা-বিদ্যালয়ের ছাত্রী ইন্দুলেখাকে লেখা পত্র থেকে এই সংবাদটি জানা যায়। এরপর ২৫শে কার্তিক চারুচন্দ্রে কাছে পত্র মারফত জানান যে, 'আমার নাটকটা আজ শেষ করেছি'। উল্লেখ্য, 'রাজা' নাটকের প্রথম পাণ্ডুলিপিটি হলো- RBVBMS 143। এই বিচারে ধারণা করা যায় গানটি তিনি ১৭১৭ বঙ্গাব্দের
[৪৯ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ২২১, উপ-বিভাগ: দুঃখ-৩০।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী: পাণ্ডুলিপিতে সুর-নির্দেশ ছিল 'সারং'। রাজা'র প্রথম পাণ্ডুলিপিতে গানটি ছিল। দ্বিতীয় পাণ্ডুলিপিতে বর্জিত হয়। বর্তমানে গানটি রাজা নাটকের ৮ম দৃশ্য পাওয়া যায়। বর্তমানে গানটির সুর পাওয়া যায় না।