বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগ
পাঠ ও পাঠভেদ:
আমি তোমার প্রেমে হব সবার কলঙ্কভাগী।
আমি সকল দাগে হব দাগি॥
তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা তোমার ধুলার শয়ন
সেথা আঁচল পাতব আমার-তোমার রাগে অনুরাগী॥
আমি শুচি-আসন টেনে টেনে বেড়াব না বিধান মেনে,
যে পঙ্কে ওই চরণ পড়ে তাহারি ছাপ বক্ষে মাগি॥
পাণ্ডুলিপির পাঠ: পাণ্ডুলিপি পাওয়া যায় নি
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ৩১৭ বঙ্গাব্দের কার্তিক মাসে রবীন্দ্রনাথ তাঁর 'রাজা' নাটক শেষ করেন। এই নাটকের জন্য তিনি এই গানটি রচনা করেছিলেন। এ সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৯ বৎসর ৬ মাস।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
রাগ: ভৈরবী । তাল: দাদরা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩২।]
রাগ: ভৈরবী। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১], পৃষ্ঠা: ৬১।