বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
পুষ্প ফুটে কোন্
কুঞ্জবনে,
পাঠ ও পাঠভেদ:
পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে,
কোন্ নিভৃতে ওরে, কোন্ গহনে।
মাতিল আকুল দক্ষিণবায়ু সৌরভচঞ্চল সঞ্চরণে॥
বন্ধুহারা মম অন্ধ ঘরে আছি বসে অবসন্নমনে,
উৎসবরাজ কোথায় বিরাজে কে লয়ে যাবে সে ভবনে॥
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩১৬ বঙ্গাব্দ [৭ এপ্রিল ১৯২৩ খ্রিষ্টাব্দ]। গানটি রবীন্দ্রনাথের ৪৮ বৎসর বয়সের রচনা।
গ্রন্থ:
কাব্যগ্রন্থ নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। রাজা। সুরঙ্গমার গান। পৃষ্ঠা ৭২] [নমুনা]
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। মিশ্র সিন্ধু-ঝাঁপতাল। পৃষ্ঠা: ৩৭৩। [নমুনা: ৩৭৩]
গীতবিতান
দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী, ১৩৩৮)
দ্বিতীয় খণ্ড (বিশ্বভারতী, ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। প্রকৃতি: ২৭৩। উপবিভাগ: বসন্ত-৮৬।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১)
রাজা, সুরঙ্গমা (পৌষ ১৩১৭ বঙ্গাব্দ)।
স্বরবিতান ষট্ত্রিংশ (৩৬) খণ্ডের (ফাল্গুন ১৪১৩ বঙ্গাব্দ) ২৩ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৯-৬১।
পত্রিকা:
সঙ্গীত প্রকাশিকা পত্রিকা (চৈত্র ১৩১৬ বঙ্গাব্দ)।
রাগ: পিলু-বারোয়াঁ। তাল: ঝাঁপতাল। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)। পৃষ্ঠা: ৬৫]
রাগ: পিলু-বারোয়াঁ। তাল: ঝাঁপতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১১২ ]