বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
যেখানে রূপের প্রভা নয়ন-লোভা
পাঠ
ও পাঠভেদ:
যেখানে রূপের প্রভা নয়ন-লোভা
সেখানে তোমার মতন ভোলা কে ঠাকুরদাদা।
যেখানে রসিকসভা পরম-শপভা
সেখানে এমন রসের ঝোলা কে ঠাকুরদাদা।
যেখানে গলাগলি কোলাকুলি
তোমারি বেচা-কেনা সেই হাটে,
পড়ে না পদধূলি পথ ভুলি
যেখানে ঝগড়া করে ঝগ্ড়াটে॥
যেখানে ভোলাভুলি খোলাখুলি
সেখানে তোমার মতন খোলা কে ঠাকুরদাদা॥
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩১৭ বঙ্গাব্দে এই গানটি রচিত হয়। এর ভিত্তিতে ধারণা করা যায় গানটি রবীন্দ্রনাথের ৪৯ বৎসর বয়সের রচনা। [সূত্র : গীতবিতান কালানুক্রমিক সূচী। প্রভাতকুমার মুখোপাধ্যায়]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
কাব্যগ্রন্থ নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। রাজা। তৃতীয় নাগরিকের গান। পৃষ্ঠা ২৮]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৮০ বঙ্গাব্দ), পর্যায়: বিচিত্র-১১১। পৃষ্ঠা: । [নমুনা: ]
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮), পর্যায়: । পৃষ্ঠা: । [নমুনা: ]
রাজা
প্রথম সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩১৭ বঙ্গাব্দ), 'তৃতীয় নাগরিকের গান'।
রবীন্দ্র-রচনাবলী দশম খণ্ড (বিশ্বভারতী, বৈশাখ ১৩৯৩), রাজা, গান, পৃষ্ঠা ২০৫।
রেকর্ডসূত্র: নাই।
প্রকাশের কালানুক্রম:
স্বরলিপিকার: