বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়
পাঠ ও পাঠভেদ:
আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়।
আমি তার লাগি পথ চেয়ে আছি পথে যে জন ভাসায়॥
যে জন দেয় না দেখা, যায় যে দেখে-ভালোবাসে আড়াল থেকে-
আমার মন মজেছে সেই গভীরের গোপন ভালোবাসায়॥
[RBVBMS 143] [নমুনা]
[RBVBMS 148] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
১৩১৭ বঙ্গাব্দের অসুস্থ হয়ে
রবীন্দ্রনাথ কিছুদিন শিলাইদহে কাটান।
১৩১৭ বঙ্গাব্দের কার্তিক মাসে রবীন্দ্রনাথ তাঁর 'রাজা' নাটক শেষ করেন। রাজা
নাটকের প্রথম পাণ্ডুলিপি [RBVBMS
143]
-তে এই গানটি ছিল।
সে হিসাবে ধারণা করা হয়, গানটি রবীন্দ্রনাথের ৪৯ বৎসর
৬ মাস বয়সের রচনা।
[রবীন্দ্রনাথের
৪৯ বৎসর ৬ মাস বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
অরূপরতন [১৩২৬ বঙ্গাব্দ, দ্বিতীয় সংস্করণ ১৩৪২ বঙ্গাব্দ]
কাব্যগ্রন্থ নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। রাজা। ঠাকুরদার গান। পৃষ্ঠা ৬৯] [নমুনা]
গীতবিতান-এর প্রেম (প্রেম বৈচিত্র্য-৬২) পর্যায়ের ৮৯ সংখ্যক গান।
ধর্ম্মসঙ্গীত (১৯১৪ খ্রিষ্টাব্দে)।
বনবাণী (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)। নবীন : প্রথম পর্ব, সপ্তম গান। রবীন্দ্ররচনাবলী দ্বাবিংশ খণ্ড (বিশ্বভারতী, আষাঢ় ১৩৯৩)। পৃষ্ঠা ৬৭।
রাজা, ঠাকুরদার গান। (পৌষ ১৩১৭ বঙ্গাব্দ)। [রবীন্দ্ররচনাবলী দশম খণ্ড। বিশ্বভারতী। বৈশাখ ১৩৯৩]
স্বরবিতান দ্বাচত্বারিংশ (৪২, অরূপরতন) খণ্ডের (চৈত্র ১৪১৩) ৩৮ সংখ্যক গান। পৃষ্ঠা : ১১১-১১২।
রাগ: খাম্বাজ। অঙ্গ: টপ্পা। তাল: দাদরা [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩১]।
রাগ: খাম্বাজ। তাল: দাদরা, ঢালা [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৯।]