বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমি কেবল তোমার দাসী
পাঠ ও পাঠভেদ:
আমি কেবল তোমার দাসী
কেমন ক'রে আনব মুখে 'তোমায় ভালোবাসি॥
গুণ যদি মোর থাকত তবে অনেক আদর মিলত ভবে,
বিনামূল্যের কেনা আমি শ্রীচরণপ্রয়াসী॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
রাগ: খাম্বাজ। স্বরলিপি নাই। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩২]