বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
কোথা বাইরে দূরে যায় রে
পাঠ ও পাঠভেদ:
কোথা বাইরে দূরে যায় রে উড়ে হায় রে হায়,
তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়॥
ওগো, হৃদয়ে যবে মোহন রবে বাজবে বাঁশি
তখন আপনি সেধে ফিরবে কেঁদে, পরবে ফাঁসি
তখন ঘুচবে ত্বরা ঘুরিয়া মরা হেথা হোথায়।
আহা, আজি সে আঁখি বনের পাখি বনে পালায়॥
চেয়ে দেখিস না রে হৃদয়দ্বারে কে আসে যায়,
তোরা শুনিস কানে বারতা আনে দখিনবায়।
আজি ফুলের বাসে সুখের হাসে আকুল গানে
চির- বসন্ত যে তোমারি খোঁজে এসেছে প্রাণ
তারে বাহিরে খুঁজি ফিরিছ বুঝি পাগলপ্রায়।
তোমার চপল আঁখি বনের পাখি বনে পালায়॥
পাণ্ডুলিপির পাঠ: পাওয়া যায়নি।
পাঠভেদ:
কোথা বাইরে দূরে যায় রে উড়ে
তখন ঘুচবে ত্বরা ঘুরিয়া মরা...
তোমার চপল আঁখি... (শেষ ছত্র) :
বিশ্বভারতী পত্রিকা,
মাঘ-চৈত্র
১৩৫৭ বঙ্গাব্দ
তখন ঘুচ্ বে ত্বরা ঘুরে' মরা...
আহা আজ সে আঁখি... (শেষ ছত্র) :
গীতবিতান ৩
(আশ্বিন ১৩৩৮)
অরূপরতন
(কার্তিক ১৩৪২)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৩১৭ বঙ্গাব্দের পৌষ শিলাইদহে এই গানটি রচিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ৫০ বৎসর ৯ মাস বয়সের রচনা। [সূত্র : স্বরবিতান দ্বাচত্বারিংশ (৪২, অরূপরতন) খণ্ড (চৈত্র ১৪১৩ বঙ্গাব্দ)]